Monday, December 23, 2024
Home যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের “পশু” বললেন ট্রাম্প

অবৈধ অভিবাসীদের “পশু” বললেন ট্রাম্প

by Mr.Rocky
0 comment
অবৈধ অভিবাসীদের “পশু” বললেন ট্রাম্প

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানে এক বক্তৃতায় মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের “পশু” এবং “নিচু জাতের মানুষ” বলে অভিহিত করেছেন। প্রচারাভিযানের পথে তিনি বারবার এসব অবমাননাকর শব্দ ব্যবহার করেন। রাষ্ট্রপতি পদপ্রার্থী এই রিপাবলিকান তার সমর্থকদের সতর্ক করেছেন যদি তিনি ৫ নভেম্বরের নির্বাচনে জয়ী না হন তাহলে সহিংসতা ও বিশৃঙ্খলা আমেরিকাকে গ্রাস করবে ।

ট্রাম্প বলেন, “ডেমোক্র্যাটরা বলে, ‘দয়া করে তাদের পশু বলবেন না, তারা মানুষ।’ আমি বলেছিলাম, ‘না, তারা মানুষ নয়। তারা পশু।’”

ট্রাম্প প্রায়শই দাবি করেন, অবৈধভাবে মেক্সিকো সীমান্ত অতিক্রমকারী অভিবাসীরা তাদের নিজ দেশে কারাগার এবং আশ্রয়স্থল থেকে পালিয়ে এসেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহিংস অপরাধকে উস্কে দিচ্ছে।

গবেষকরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীরা স্থানীয় নাগরিকদের তুলনায় বেশি হারে সহিংস অপরাধ করে না।

বাইডেন প্রশাসন দক্ষিণ সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন হ্রাস করার লক্ষ্যে নতুন ব্যবস্থা চালু করার প্রস্তাব করেছিল। কিন্তু কংগ্রেসে রিপাবলিকানদের বিরোধীতায় সেটি পাস হয়নি যার জন্য ট্রাম্পকে দায়ী করেন বাইডেন।

বাইডেনের প্রচারণার যোগাযোগ পরিচালক মাইকেল টাইলার, মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশে বিভাজন, ঘৃণা এবং সহিংসতাকে উন্নীত করে এমন সব চরম বক্তৃতা করছেন। তিনি শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের উৎসাহিত করছেন।”

Source: https://www.trtworld.com/us-and-canada/trump-brands-illegal-immigrants-animals-and-sub-human-17625149 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?