Monday, December 23, 2024
Home ভারত অর্থের অভাবে নির্বাচন করছেন না ভারতের অর্থমন্ত্রী

অর্থের অভাবে নির্বাচন করছেন না ভারতের অর্থমন্ত্রী

by Mr.Rocky
0 comment
অর্থের অভাবে নির্বাচন করছেন না ভারতের অর্থমন্ত্রী

জানান বিজেপি সভাপতি জেপি নাড্ডার কাছ থেকে পেয়েছেন অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর হয়ে প্রতিনিধত্ব করার প্রস্তাবও । 

সম্প্রতি টাইমস নাউ সামিট ২০২৪ এর প্রশ্নোত্তোর পর্বের সময় এক প্রশ্নের জবাবে নির্বাচনের প্রতিনিধিত্ব না করার বিষয়টি উল্লেখ করেন তিনি। 

জানান , নির্বাচনের প্রতিনিধিত্ব করার মত যথেষ্ট তহবিল নেই তার। নির্বাচনের প্রতিনিধিত্বতা করার বিষয়টি সপ্তাহেরও বেশি সময় ধরে ভেবেছেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। 

তবে শুধু অর্থ সংকট নয় বরং অন্ধপ্রদেশ এবং তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে মানদন্ড নিয়ে বেশ কয়েকটি বিষয় প্রশ্নবিদ্ধ হতে পারে। 

এমনটাই উল্লেখ করে সিতারামন বলেন, নির্বাচনে জয়ের ক্ষেত্রে বিভিন্ন মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠতে পারে…আপনি কি এই সম্প্রদায়ের কিনা আমি এই ধর্মের কিনা ইত্যাদি… তখন আমি বলেছিলাম, ‘আমি মনে করি না যে, আমি নির্বাচন করতে সক্ষম হব।’

আমি আমার দলের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ এই কারণে যে তারা আমার যুক্তিগুলোকে গ্রহণ করেছে ।

অর্থমন্ত্রী হবার পরেও কেন অর্থ সংকট খানিকটা এমন প্রশ্নের জবাবে সিতারামন বলেন , ভারতের অর্থসম্পদ তার নিজের নয় । তার বেতন, তার আয়, তার সঞ্চয় ভারতের সম্পদ।

 তবে নিজে নির্বাচন না করলেও বিজেপির নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে জানান বিশিষ্ট এই অর্থনীতি ও রাজনীতিবিদ। 

অর্থ মন্ত্রানালয়ের পূর্বে ভারতের কেন্দ্রীয় সরকারের ২৮ তম ও দেশের ইতিহাসের ২য় মহিলা প্রতিরক্ষা মন্ত্রীর দ্বায়িত্বে ছিলেন নির্মলা সিতারামন।  

Source link : https://youtu.be/GRFLUz8uZ6E?si=SCsLSSHuve20Y8VZ

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?