অর্থনীতি সচল করতে আবারো বড় ধরনের ঋণ পাচ্ছে পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল নতুন করে পাকিস্তানকে দেড় বিলিয়ন মার্কিন ডলারের ঋণের চূড়ান্ত কিস্তি অনুমোদন করেছে। গত সোমবারে ওয়াশিংটনে অনুষ্ঠিত নির্বাহী বোর্ডের সভায় এই অনুমোদন দেওয়া হয়।
এর মাধ্যমে পাকিস্তানকে স্ট্যান্ড-বাই-এরেঞ্জমেন্টের (এসবিএ) আওতায় এখন পর্যন্ত মোট ৩ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে সংস্থাটি। ভারত ছাড়া নির্বাহী বোর্ডের সব সদস্যই এই চূড়ান্ত কিস্তি ছাড়ের পক্ষে মত দেন। এর ফলে নতুন করে অর্থ সহায়তা পাচ্ছে দেশটি।
আইএমএফ এক বিবৃতিতে জানায়, “দ্বিতীয় ও চূড়ান্ত পর্যালোচনা সফলভাবে সম্পন্ন হওয়ায় পাকিস্তানকে ঋণ দেওয়া হচ্ছে। অর্থনীতি স্থিতিশীল করতে এবং সার্বিক উন্নতি ফিরিয়ে আনতে মূলত দেশটিকে এই ঋণ দেওয়া হচ্ছে ।”
সংস্থাটি আরো জানিয়েছে “স্থিতিশীল থেকে দৃঢ় ও টেকসই উন্নতির জন্যে পাকিস্তান সরকারকে কঠোর নীতিমালা ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এর মধ্যে কঠোর আর্থিক লক্ষ্যমাত্রা নির্ধারণ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। যেটি এই মুহূর্তে পাকিস্তানের জন্যে অত্যাবশকীয়। এছাড়া নতুন সংস্কারের সম্ভাব্য প্রভাব থেকে দরিদ্রদের সুরক্ষা প্রদান পাকিস্তানের অন্যতম দায়িত্ব।”
নতুন করে অর্থ ছাড়ের পেছনে পরিচালকের বিবৃতি থেকে জানা যায়, “২০২৩ সালের স্ট্যান্ড-বাই-এরেঞ্জমেন্টের (এসবিএ) আওতায় পাকিস্তানের দৃঢ় নীতিমালার ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বেশ কিছু অগ্রগতি হয়েছে। ‘
“সামান্য হলেও উন্নতি ফিরেছে, বৈদেশিক চাপ কমেছে এবং মূল্যস্ফীতি কিছুটা হলেও কমতে শুরু করেছে। তবে আরো উন্নতিতে যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। কষ্টে অর্জিত এই স্থিতিশীলতাকে কাজে লাগিয়ে শক্তিশালী, সবার জন্য কার্যকর এবং টেকসই উন্নতির লক্ষ্যে পাকিস্তানকে কাজ করতে হবে!”
Source :https://www.dawn.com/news/1830524/imf-okays-release-of-final-11bn-sba-tranche