বুধবার আবারও অগ্ন্যুৎপাত ঘটেছে আইসল্যান্ডের গ্রিনদাভিক শহরের আগ্নেগিরিতে। অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট লাভা ও ছাই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। আইসল্যান্ডের মেট অফিস জানিয়েছে, প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ফাটল থেকে প্রায় ১৬৫ ফুট উঁচু লাভা নিঃসরণ করছে আগ্নেয়গিরিটি।
ডিসেম্বর থেকে এখন পর্যন্ত পাঁচবার অগ্ন্যুৎপাত ঘটেছে আগ্নেয়গিরি থেকে। প্রায় তিন সপ্তাহ আগে সর্বশেষ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল এখানে।
অগ্ন্যুৎপাতের ফলে আইসল্যান্ডের জনপ্রিয় পর্যটন আকর্ষণ ব্লু লেগুনে ভূগর্ভস্থ স্পা থেকে লোকজনকে সরানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। বুধবার সকালে সেখানে প্রায় ৭০০ থেকে ৮০০ জন পর্যটক অবস্থান করছিল।
একইসাথে ২০২৩ সালের শেষের দিকে খালি করা গ্রিন্ডাভিক শহরের যে কয়েকজন বাসিন্দা ফিরে এসেছিলেন, তাদের আবারও শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অঞ্চলটি জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
তবে এখনো পর্যন্ত আইসল্যান্ডের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর কেফলাভিক স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে, বলে বিমানবন্দর অপারেটর আইসাভিয়া তাদের ওয়েবসাইটে জানিয়েছে।
প্রায় ৮০০ বছর নিরব থাকার পর আবারও অগ্ন্যুৎপাতের মাধ্যমে নিজেকে পুনরুত্থানের বার্তা দিচ্ছে আইসল্যান্ডের বিখ্যাত স্বার্টসেঙ্গি আগ্নেয়গিরিটি। আইসল্যান্ডে বর্তমানে ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।
এর আগে সর্বশেষ গত শুক্রবার রেইকজেনস উপদ্বীপের প্রায় ৮০০বার ভূমিকম্প অনুভূত হয়। ফলে অগ্ন্যুৎপাতের আশংকায় আগে থেকেই বাসিন্দাদের সরিয়ে নেয়ার পদক্ষেপ নিয়েছিল প্রশাসন। নতুন করে এই অগ্ন্যুৎপাত কবে থামবে বা আদৌ থামবে কিনা তার উপর নির্ভর করছে আইসল্যান্ডের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলটির ভবিষ্যত।
Source: https://www.dw.com/en/iceland-grindavik-volcano-eruption-prompts-new-evacuations/a-69218094