Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক এবার ইউক্রেনে ফ্রান্সের সৈন্যদের উপর আক্রমণের হুমকি দিল রাশিয়া

এবার ইউক্রেনে ফ্রান্সের সৈন্যদের উপর আক্রমণের হুমকি দিল রাশিয়া

by Hocchetaki
0 comment

ইউক্রেনে অবস্থানরত ফ্রান্সের যেকোনো সামরিক প্রশিক্ষক রুশ বাহিনী ‘বৈধ লক্ষ্যে’ পরিণত হবে বলে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। চলমান আফ্রিকা সফরে কঙ্গোতে এক বৈঠকের পর এই হুশিয়ারি দেন তিনি।

কঙ্গো প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ক্লদ গাকোসোর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, “ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের জন্য ফ্রান্সের প্রশিক্ষকরা ইতিমধ্যে ইউক্রেনের ভূখণ্ডে উপস্থিত আছে। তাদের মর্যাদা যাই হোক না কেন, তারা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যে পরিণত হয়েছে।” এসময় ল্যাভরভ জুলাইয়ে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন।

সম্প্রতি ইউক্রেনের এক শীর্ষ কমান্ডার তাদের প্রশিক্ষণ কেন্দ্রে ফরাসি সামরিক প্রশিক্ষকদের অনুমোদনের জন্য কাগজপত্রে স্বাক্ষর করেছেন বলে তথ্য দিয়েছেন। তবে এই দাবি নাকচ করে দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গত সপ্তাহে বলেন, ফ্রান্সের সৈন্যরা ইউক্রেনে উপস্থিত আছে কিনা সে সম্পর্কে “গুজব” নিয়ে মন্তব্য করবেন না তিনি।

২০২৩ সালের এপ্রিল মাসে অনলাইনে ফাঁস হওয়া এক নথি থেকে ইউক্রেনের মাটিতে পশ্চিমা বিশেষ বাহিনীর বিশেষায়িত দলের উপস্থিতি জানা যায়। এর মধ্যে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাল্টিক রাষ্ট্রগুলির পাশাপাশি ফ্রান্সের সেনাসদস্যরাও অন্তর্ভুক্ত ছিল। তবে তাদের সংখ্যা ও ইউক্রেনে তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বর্তমানে আফ্রিকার দেশগুলোতে রাষ্ট্রীয় সফরে রয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। এর আগে গত সোমবার গিনি সফর করে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তিনি। মঙ্গলবার বুরকিনা ফাসো সফর শেষে, বুধবার মধ্য আফ্রিকার দেশ চাদে যাওয়ার কথা রয়েছে ল্যাভরভের।

Source: https://www.euronews.com/2024/06/05/french-military-in-ukraine-would-be-legitimate-target-for-russia-lavrov 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?