মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে দায়ের করা ফেডারেল আগ্নেয়াস্ত্র মামলার শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার মামলায় জুরি নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। এসময় আদালতে উপস্থিত ছিলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।
হান্টারের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ তোলা হয় ২০০৮ সালে অস্ত্র কেনার সময় ফেডারেল লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিক্রেতাকে মিথ্যা তথ্য জানিয়েছিলেন হান্টার বাইডেন। সেই সময় তিনি মাদকাসক্ত ছিলেন বলে তার আত্মজীবনী থেকে জানা যায়। অভিযোগপত্রে বলা হয়েছে, অস্ত্র কেনার আবেদনে মাদক সেবন না করার মিথ্যা তথ্য দেওয়া এবং অবৈধভাবে ১১ দিন অস্ত্র রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে মামলার প্রসিকিউট্রদের কাছে প্রেসিডেন্ট নির্বাচন পরে মামলার কার্যক্রম শুরু আবেদন করা হয়। কিন্তু আদালত সেই আবেদন নাকচ করে দিয়ে কার্যক্রম শুরুর ঘোষণা দেয়। আর এতেই ক্ষেপেছেন হান্টার। নিজেকে নির্দোষ দাবি করে তিনি অভিযোগ করেন রিপাবলিকানদের চাপের মুখে বিচার বিভাগ তার বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবস্থা নিচ্ছে।
সম্প্রতি নিউ ইয়র্কের এক আদালতে ৩৪টি ফৌজদারী মামলায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার কিছুদিনের মধ্যেই এই মামলার কার্যক্রম শুরু করছে আদালত। দুই মামলার মধ্যে কোনো যোগসূত্র না থাকলেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সেগুলো বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেচন বিশ্লেষকরা।
বাইডেনের নিজ রাজ্য ডেলাওয়ারে মামলার কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে দ্রুত প্রক্রিয়ায় মাত্র একদিনের ভেতর জুরি নির্বাচন সম্পন্ন করা হয়। ৬৫জনের মধ্য থেকে ৬জন নারী ও ৬জন পুরুষের মোট ১২জনের জুরি বোর্ড গঠন করা হয়েছে। এসময় অনেককেই বাইডেনের পরিবারের সাথে পূর্বের সম্পর্ক থাকায় জুরি বোর্ড থেকে বাদ দেয়া হয়। ৩৬বছর রাজ্যটির সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।