Monday, December 23, 2024
Home ইউরোপ আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য হলো সুইডেন

আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য হলো সুইডেন

by Md Nayem
0 comment
আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য হলো সুইডেন

ইউরোপ ডেস্ক।।

নথিপত্র দাখিল ও তা গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সামরিক জোট ন্যাটোর সদস্য হয়েছে সুইডেন। এরফলে রাশিয়া বিরোধী জোটটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২টিতে। 

সামনেই ওয়াশিংটনে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনকে ন্যাটোর অংশ করে নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

ন্যাটোতে যুক্ত হওয়ার যত শর্ত রয়েছে সুইডেন তা এরইমধ্যে পূরণ করেছে। ফলে ৮ই মার্চ থেকে সুইডেন ন্যাটোর সদস্য।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর নিরাপত্তার উদ্বেগ উল্লেখ করে সুইডেন ও ফিনল্যান্ড তাদের দীর্ঘদিনের নিরপেক্ষতার নীতি পরিত্যাগ করেছে। 

২০২২ সালেই দেশ দুটি মার্কিন নেতৃত্বাধীন সামরিক ব্লকে যোগদানের জন্য আবেদন করে। ন্যাটোর নিয়ম অনুযায়ী, নতুন কোনো সদস্য রাষ্ট্রকে গ্রহণ করার জন্য জোটের সবাইকে সম্মত হতে হবে।

হাঙ্গেরি ও তুরস্ক প্রাথমিকভাবে সুইডেনের বিষয়ে আপত্তি জানিয়েছিল। আঙ্কারার দাবি ছিল, সুইডেন ও ফিনল্যান্ড তুর্কি আইনের অধীনে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের আশ্রয় দিচ্ছে।

এরপর ফিনল্যান্ড ও সুইডেন অবশেষে তাদের সন্ত্রাসবিরোধী আইন সংস্কার করলে তুরস্ক তাদের ন্যাটো সদস্য হিসেবে মেনে নেয়। ফিনল্যান্ড ২০২৩ সালের এপ্রিলে ন্যাটোর ৩১তম সদস্য হয়। 

এদিকে রাশিয়া জোর দিয়ে বলেছে যে, ন্যাটোর ক্রমাগত সম্প্রসারণ তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এর ফলে ইউরোপ অস্থিতিশীল হয়ে উঠবে এবং এখানে নিরাপত্তা ইস্যু ও নতুন উত্তেজনার সৃষ্টি হবে। 

আরও পড়ুন: চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় চীন ও রাশিয়া

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?