আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আফগানিস্তানে। নাজুক পরিস্থিতিতে আফগানিস্তানে সাহায্যের হাত বাড়িয়েছে প্রতিবেশী দেশ ইরান। রাষ্ট্রীয়ভাবে আফগানিস্তানকে সকল ধরনের সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে দেশটি।
আফগানিস্তানে তীব্র বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় দেশজুড়ে ব্যাপক মৃত্যু, ধ্বংসাবশেষ ও ক্ষয়ক্ষতির হয়েছে। হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং কৃষিজমি সম্পূর্ণরূপে তলিয়ে গেছে। ফলে, দেশটির খাদ্য নিরাপত্তা নিয়ে ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে।
এই কঠিন সময়ে প্রতিবেশী রাষ্ট্র ইরান আফগান জনগণের পাশে দাঁড়িয়েছে। ইরানের শক্তি মন্ত্রণালয়ের প্রধান রেজা আরদাকানিয়ান ৩১ আগস্ট এক বিবৃতিতে জানান, তার দেশ বন্যায় ক্ষতিগ্রস্ত আফগান জনগণকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে।
ইরানের সহায়তার প্রস্তাবকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছে আফগান সরকার। আফগানিস্তানের দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ইরানের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ স্থাপন করেছে এবং নির্দিষ্ট সহায়তার ধরণ ও পরিমাণ নির্ধারণের লক্ষ্যে আলোচনা চলমান রয়েছে।
ধারণা করা হচ্ছে, বন্যায় সব কিছু হারিয়ে ফেলা হাজার হাজার মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করতে পারে ইরান। এতে থাকতে পারে খাদ্য সামগ্রী, তাঁবু, কম্বল, পরিষ্কারকরণ সরঞ্জাম, ওষুধপত্র এবং চিকিৎসা সেবা।
এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে আর্থিক সাহায্য এবং নির্মাণ সামগ্রী সরবরাহ করতে পারে ইরান। এ দুর্যোগ মোকাবেলায় দক্ষ জনবল ও প্রকৌশলীদের পাঠানোও সম্ভাব বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
Source: https://www.presstv.ir/Detail/2024/05/12/725450/Iran-Afghanistan-flood-readiness-send-humanitarian-aid-Hassan-Kazemi-Qomi