পাকিস্তানে অবৈধভাবে বসবাসকারী আফগান অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে একতরফা সিদ্ধান্ত না নেওয়ার জন্য বৃহস্পতিবার ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছে কাবুলের তালেবান সরকার। তালেবান কর্তৃপক্ষের দাবি, আফগান নাগরিকদের “হয়রানি” করা উচিত নয়। এর আগে পাকিস্তান থেকে খবর এসেছিল, অভিবাসী বহিষ্কার অভিযান পুনরায় শুরু করবে ইসলামাবাদ।
অন্যদিকে, অবৈধভাবে পাকিস্তানে বসবাসকারী বিদেশিদের বহিষ্কারের নীতি শুধুমাত্র আফগান নাগরিকদের জন্য প্রযোজ্য, এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।
গত বছর এই নীতি ঘোষণার পর থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এর জেরে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে মোড় নিচ্ছে। ইতিমধ্যে প্রায় ৫ লক্ষ ২৭ হাজার আফগান অভিবাসী আফগানিস্তানে ফিরে গেছেন।
ঈদুল ফিতরের পরে ‘অবৈধ বিদেশি প্রত্যাবাসন পরিকল্পনা’ শুরু করার কথা ভাবছে পাকিস্তান সরকার। তবে পাকিস্তান প্রদত্ত আফগান সিটিজেন কার্ডধারীদের সংখ্যা আরো সম্প্রসারণ না করার পরিকল্পনা করছে দেশটি। এছাড়াও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা কর্তৃক প্রদত্ত পিওআর কার্ডধারীদের ওই পরিকল্পনার আওতায় আনা হবে কিনা, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ইসলামাবাদে এক সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বলোচ মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। তবে তিনি বলেছেন, “কয়েকটি পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে এবং সেগুলো নিয়ে আলোচনা চলছে।”
Source: https://www.dawn.com/news/1825781/dont-unilaterally-decide-migrants-fate-kabul-urges