সমগ্র বিশ্বে বর্তমান সময়ে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি হলো টিকটক ৷ তবে ভারতের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সেই এপের বিরুদ্ধে খুব শীঘ্রই বড় ধরনের নিষেধাজ্ঞা আসতে চলেছে।
টিকটকের প্রশ্নে কড়া অবস্থান নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷ ইউরোপেও চীনের অযাচিত প্রভাব বিস্তারের আশঙ্কা কাজ করছে৷ সাম্প্রতিক সময়ে টিকটক লাইট রিওয়ার্ড প্রোগ্রাম বাতিল করার ব্যাপারে ভাবছে ইইউ।
শিশু-কিশোরদের টিকটক আসক্তির আশঙ্কা দূর করতে টিকটকের মূল প্রতিষ্ঠান যথাযথ পদক্ষেপ না নিলে বৃহস্পতিবারই সেই কর্মসূচি বন্ধ করা হতে পারে বলে জানিয়েছে বেশ কয়েকটি সূত্র৷
ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট নামের আইনকে হাতিয়ার করে ইইউ ক্ষতিকর ও বেআইনি কনটেন্ট বন্ধের সর্বাত্নক চেষ্টা চালাচ্ছে। টিকটক ইইউ’র হুমকি সম্পর্কে হতাশা প্রকাশ করেছে। তাদের বক্তব্যঃ “১৮ বছরের কমবয়সীদের জন্য রিওয়ার্ডস হাব বন্ধ রাখা হয়েছে৷ ফলে দুশ্চিন্তার কোনো কারণ থাকার কথা নয়।”
যুক্তরাষ্ট্র ও ইউরোপে টিকটক ব্যবহারকারীদের একটা বড় অংশ মত প্রকাশের অধিকারের দোহাই দিয়ে নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে৷ অ্যাটলান্টিকের দুই প্রান্তের রাজনৈতিক নেতা ও দলগুলো প্রচার-প্রচারণার উদ্দ্যেশে টিকটক ব্যবহার করে থাকে৷ এখনই পুরোপুরি নিষেধাজ্ঞার পথে না গেলেও ইইউ সংগত কারণেই টিকটকের উপর চাপ বজায় রাখতে চায়।