আজারবাইজান সীমান্তে যে কোনো সামরিক স্থাপনার বিরুদ্ধে আর্মেনিয়াকে সতর্ক করেছে দেশটি। সীমান্তে যেকোনো ধরনের উস্কানিকে দমন করা হবে বলে হুশিয়ারি জানানো হয়েছে বাকুর তরফ থেকে।
রবিবার এক বিবৃতিতে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করে সম্প্রতি সীমান্তে আর্মেনীয় সেনাবাহিনীর তীব্র গতিবিধি এবং সামরিক গঠন দেখা গেছে। বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, “সম্প্রতি সীমান্তে সশস্ত্র বাহিনীর সেনাসদস্য, সাঁজোয়া যান, আর্টিলারি স্থাপনা এবং অন্যান্য ভারী অস্ত্রের সংখ্যা বাড়িয়েছে আর্মেনিয়া। এছাড়াও আর্মেনিয়ান-আজারবাইজানি শর্তসাপেক্ষ সীমান্তের বিভিন্ন দিকে আর্মেনিয়ান সৈন্যদের নিবিড় চলাচল লক্ষ্য করা গেছে।”
আজারবাইজান আরো অভিযোগ করে আর্মেনিয়া তাদেরকে যুদ্ধের হুমকি দিচ্ছে। যারই ধারাবাহিকতায় সীমান্তে উস্কানিমূলক কর্মকান্ডে নাশকতার পরিকল্পনা করছে দেশটি। আজারবাইজান সতর্ক করেছে আর্মেনিয়ার এধরনের কোনোধরনের সামরিক উস্কানি আজারবাইজান সেনাবাহিনী দ্বারা দৃঢ়ভাবে দমন করা হবে। বিবৃতি আরো বলা হয়, যেকোনো ধরনের উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হলে আর্মেনিয়া এবং তার রক্ষকগণ সেটির সম্পূর্ণ দায় বহন করবে।