Monday, December 23, 2024
Home আরববিশ্ব আল শিফা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক

আল শিফা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক

by Mr.Rocky
0 comment
আল শিফা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক

গাজায় পুনরায় আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। একইসাথে রাফাহতেও তীব্র আক্রমণ চালাচ্ছে তারা। গাজার বিভিন্ন স্থানে হামাস যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এদিকে পুরো আল শিফা হাসপাতাল কমপ্লেক্সকে ঘিরে রেখেছে ইসরায়েলের মিলিটারি ট্যাংক। এখনো অনেক রোগী ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা হাসপাতালের ভিতরে আটকে রয়েছে। 

গাজার সরকারি মাধ্যমের বরাতে জানা গেছে, সেবা ও ঔষধের অভাবে হাসপাতালের ভেতরে রোগীরা মারা যাচ্ছে। এছাড়াও ইসরায়েলি সেনারা হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ ভবনকে ধ্বংস করে ফেলেছে যেখানে বিশেষায়িত অস্ত্রোপচারের ব্যবস্থা ছিল।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ জানিয়েছেন, ইসরায়েলি হামলার পরে বিগত চারদিন ধরে হাসপাতালের কোনো স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করতে পারছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

তিনি আরো বলেন, “আমাদের ভিতরের অবস্থা জানা দরকার। রোগীরা কি অবস্থায় আছে, তারা পর্যাপ্ত স্বাস্থ্য সেবা পাচ্ছে কিনা সেটি আমাদের নিশ্চিত করতে হবে। হাসপাতাল কোনো যুদ্ধক্ষেত্র নয়। আমাদের অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে হাসপাতালের আক্রমণ থেকে বিরত থাকতে হবে।” স্থানীয় বিভিন্ন সূত্রে হাসপাতালের কর্মীদের আটক ও গ্রেপ্তার করার খবরও পাওয়া যাচ্ছে।

Source: https://www.aljazeera.com/

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?