শুক্রবার থেকে শুরু হওয়া রুশ বাহিনীর আন্তঃসীমান্ত আক্রমণের পর ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের সীমান্ত এলাকা থেকে ৪,০০০ এরও বেশি ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। গভর্নর ওলেগ সিনেগুবভ সোশ্যাল মিডিয়ায় এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান রাশিয়ান সৈন্যরা এই অঞ্চলের পাঁচটি গ্রাম দখলের দাবি করার পরেই তাদেরকে সরিয়ে নেয়া হয়।
আন্তঃসীমান্ত আক্রমণে হতাহতের খবরও পাওয়া যায়। ৬৩ বছর বয়সী এক ব্যক্তি গ্লাইবোক গ্রামে ভারী গোলার আঘাতে নিহত হয়েছেন। এর আগে সীমান্ত শহর ভোভচানস্কে একজন ৩৮ বছর বয়সী ব্যক্তি আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শনিবার বলেন, ইউক্রেনের সেনারা খারকিভ অঞ্চলের সীমান্ত গ্রামে পাল্টা হামলা চালাচ্ছে। তিনি রাশিয়ার আক্রমণাত্মক পরিকল্পনা ব্যাহত করার গুরুত্বের উপর জোর দেন এবং ইউক্রেনে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানান।
খারকিভ অঞ্চলে আক্রমণটি দুই বছর আগে পিছিয়ে দেয়া হলেও বর্তমানে সেখানে আঘাত হেনেছে রুশ বাহিনী। ইউক্রেনের কর্মকর্তারা উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চলে রাশিয়ার হামলার সম্ভাবনা সম্পর্কে কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে আসছিলেন। তবে পশ্চিমা সাহায্যের বিলম্ব এবং জনবলের ঘাটতি ইউক্রেনের জন্য দুর্বলতা হিসেবে চিহ্নিত হচ্ছে।