Sunday, December 22, 2024
Home ইউরোপ ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা

by Mr.Rocky
0 comment
ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা

ইউক্রেনের জাপোরিঝিয়ায় ৯০টি মিসাইল ও ৬০টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর এই হামলায় মূল লক্ষ্য ছিল জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও এর সরবরাহ লাইন এবং একটি জলবিদ্যুৎ বাধ। বাদ যায়নি আবাসিক ভবনও। হামলার পরে এমনটাই অভিযোগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের রাষ্ট্রীয় জলবিদ্যুৎ সংস্থা বলছে, দেশটির সবথেকে বড় জলবিদ্যুৎ বাঁধে হামলার চেষ্টা করেছে রাশিয়া। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জরুরি সহায়তা কর্মীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে সবকিছু সঠিকভাবে পরিচালনার জন্য। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেছেন, সাম্প্রতিক সময়ে এটি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে সবচেয়ে বড় হামলা। ফেসবুকের এক পোস্টে তিনি অভিযোগ করেন, “দেশের জ্বালানি ব্যবস্থা ধ্বংস করে দিতে বারবার এমন আক্রমণ চালাচ্ছে রাশিয়া।”

এদিকে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে রাশিয়া আক্রমণে জলবিদ্যুৎ বাঁধে আঘাতের পর জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। মূল পাওয়ার প্লান্টের সাথে সংযুক্ত লাইনটি বিকল হয়েছে। তবে একটি বিকল্প লাইন এখনো কাজ করছে। 

এঘটনায় ইউক্রেনের প্রায় দশ লক্ষ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। হামলায় এখনো পর্যন্ত কোনোধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

Source: www.aljazeera.com/

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?