শীঘ্রই ইউরোপে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সাথে দেখা করার জন্য যাবেন সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস। হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আলোচনা পুনরুদ্ধার করার জন্য আলোচনায় বসবেন তারা। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলকে এ তথ্য জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা।
সপ্তাহ দুয়েক আগে কাতার ও মিশরের মধ্যস্থতায় এক প্রস্তাবে সমর্থন জানায় হামাস, যেটিকে ইসরায়েল অগ্রহণযোগ্য বলে দাবি করে। ফলে ভেস্তে যায় যুদ্ধ বিরতি ও জিম্মি মুক্তির আলোচনা। প্রস্তাবে ১২৮ অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তির পরিকল্পনা জানিয়েছিল হামাস। যার মধ্যে তিন পর্বের মধ্যে দিয়ে ইসরায়েলের গাজা ত্যাগ ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও অন্তর্ভূক্ত ছিল।
মিশরীয় গোয়েন্দা প্রধান আব্বাস কামেল আসন্ন ইউরোপ বৈঠকে যোগ দেবেন কিনা তা এখনো জানা যায়নি। তবে কায়রোর মধ্যস্থতা প্রক্রিয়ায় তিনি জড়িত থাকবেন বলে নিশ্চিত করেছেন এক মার্কিন ও এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন।
ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা মোসাদের বার্নিয়ার আলোচনাকারী দলকে হামাসের সাথে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করার অনুমতি দেওয়ার কয়েক ঘন্টা পরেই মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা সিআইএ প্রধান বার্নসের সফর নিশ্চিত করেছেন।