Monday, December 23, 2024
Home ভারত ইডির হাতে গ্রেপ্তার দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

ইডির হাতে গ্রেপ্তার দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

by Mr.Rocky
0 comment
ইডির হাতে গ্রেপ্তার দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

দিল্লীর মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আবগারি নীতি সংশ্লিষ্ট একটি দূর্নীতির মামলায় বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। দিল্লীর হাইকোর্টে আইনি নিরপত্তার আবেদন খারিজ হওয়ার পরেই কেজরিওয়ালের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় ইডি। এই মামলায় এর আগেও নয়বার ইডির সমনকে উপেক্ষা করেছেন দিল্লীর মুখ্যমন্ত্রী। 

২০২১ সালে আম আদমি পার্টির নেতা মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নতুন আবগারি নীতি চালু করেন। পরবর্তীতে দিল্লীর চিফ সেক্রেটারি এই নতুন নীতিতে অনেক অসামঞ্জস্য খুঁজে পান। যার ভিত্তিতে দিল্লীর গভর্নর ভি.কে. সাক্সেনা সিবিআইকে একটি তদন্ত চালানোর আহবান জানান। ২০২২ সালের ৩১জুলাই চালুকৃত আবগারি নীতি বাতিল করে দিল্লীর রাজ্য সরকার। 

আবগারি আইন বাতিল হওয়ার এক মাস পরেই ইডি একটি মানি লন্ডারিং মামলা করে। ২২সালের সেপ্টেম্বরে এই মামলায় সিবিআই আম আদমি পার্টির কমিউনিকেশন প্রধান বিজয় নায়েরকে গ্রেপ্তার করে। এরপরেই ইডি আটক করে দিল্লীর ডেপুটি মুখ্যমন্ত্রী মনিশ সিসোডাকে। গতবছরের অক্টোবরে ইডির হাতে গ্রেপ্তার হন আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় সিং। একই মামলায় গত সপ্তাহে গ্রেপ্তার করা হয় তেলেঙ্গানা রাজ্যের বিআরএস নেতা কে. কবিতাকেও। 

লোকসভা নির্বাচনের পূর্বে ইডির এধরনের গ্রেপ্তার কার্যক্রম সন্দেহ জাগিয়েছে আম আদমি পার্টির কর্মীদের মধ্যে। ধারণা করা হচ্ছে, কেন্দ্র সরকারের রোষে এই মামলায় গ্রেপ্তার হতে পারেন দলটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা।

Source: https://www.youtube.com/watch?v=IOJN8hzLEKM 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?