ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে রোববার বাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ছাত্রছাত্রী বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বাসের ব্রেক ফেল করাটাই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় আরও ৫৩ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের ভাষ্যমতে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি ৬১ জন ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিয়ে জাকার্তার বাইরে অবস্থিত দেপকের একটি উচ্চ বিদ্যালয়ে ফিরছিল। তারা স্নাতক সমাপনী উৎসব পালন করে বাংদুংয়ের পাহাড়ি রিসোর্ট থেকে নিজ এলাকায় ফিরছিলেন।
ওয়েস্ট জাভা পুলিশের মুখপাত্র জুলস আব্রাহাম আবাস্ট জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ঢালু রাস্তায় বাসটি চালক অন্য লেনে চলে যায় এবং বেশ গাড়ি ও মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এরপরেই একটি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা মারে বাসটি।
দুর্ঘটনাস্থলেই নয় জন এবং হাসপাতালে আরও দু’জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। নিহতদের মধ্যে একজন শিক্ষক এবং স্থানীয় একজন মোটরসাইকেল আরোহীও রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আবাস্ট বলেন, “আমরা এখনও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি, তবে প্রাথমিক তদন্তে বাসের ব্রেক ফেল করার ইঙ্গিত পাওয়া গেছে।”
স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, উদ্ধারকারী দল, পুলিশ এবং পথচারীরা দুর্ঘটনাস্থলে রাতের অন্ধকারে বাসটি ঘিরে রেখেছে। আহতদের এম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হচ্ছে।