Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক ইরানে বিরল সফর উত্তর কোরিয়ার – পশ্চিমা জোটের মাথাব্যথার কারণ কি?

ইরানে বিরল সফর উত্তর কোরিয়ার – পশ্চিমা জোটের মাথাব্যথার কারণ কি?

by Mr.Rocky
0 comment
ইরানে বিরল সফর উত্তর কোরিয়ার - পশ্চিমা জোটের মাথাব্যথার কারণ কি

ইউক্রেন যুদ্ধের পর হঠাৎ করেই ঘনিষ্ঠ মিত্র বনে গেছে তিনটি দেশ।কাকতালীয়ভাবে ৩ টি দেশই আবার মার্কিন যুক্তরাষ্ট্রের চক্ষুশূল। ইরান , রাশিয়া আর উত্তর কোরিয়ার এই সম্পর্ক পশ্চিমা জোটের মাথা ব্যথার কারণ। নতুন করে এই মাথাব্যথা আরো বাড়িয়েছে উত্তর কোরিয়ার ইরান সফর। ইসরায়েল যখন ইরান সামলাতে ব্যতিব্যস্ত, তখন উত্তর কোরিয়ার এমন সফর চিন্তার ভাঁজ ফেলেছে পশ্চিম জোটের কপালে।

কিন্তু এই সফর নিয়ে কেনো পশ্চিমাদের মাথাব্যথা আর এর বিশেষত্বই বা কি? গণমাধ্যমের দাবি, কোরিয়ার আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যেই এই সফর। কিন্তু, এই সফরের উদ্যেশ্য জানাতে অপারগতা প্রকাশ করেছে কিম জং উন সরকার। যেটি নানান প্রশ্নের জন্ম দিয়েছে আন্তর্জাতিক মহলে।

পশ্চিমাদের দাবি, উত্তর কোরিয়া এবং ইরান দীর্ঘদিন ধরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে গোপনে বিভিন্ন কর্মসূচি পালন করছে। পশ্চিমাদের ধারণা, এই ধরনের বিধ্বংসী অস্ত্র তৈরিতে প্রযুক্তিগত দক্ষতা এবং তৈরির বিভিন্ন উপাদান পরস্পরের মধ্যে বিনিময় করছে এই দুই দেশ। সে কারণে বিশ্বকে ধোঁকা দেওয়ার লক্ষ্যে বাণিজ্যের আড়ালে ইরান সফর করেছে উত্তর কোরিয়া।

এর আগে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে গত ফেব্রুয়ারিতে প্রতিবেদনে দাবি করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। আন্তর্জাতিক মহলের দাবি ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সমর্থন যোগানোর অন্যতম উদ্দেশ্য হতে পারে এই সফর।

Source :https://time.com/6970285/north-korea-delegation-visits-iran-military-cooperation/

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?