Monday, December 23, 2024
Home আরববিশ্ব মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই বৃদ্ধি পেয়েছে ইরানের অর্থনীতি 

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই বৃদ্ধি পেয়েছে ইরানের অর্থনীতি 

by Hocchetaki
0 comment

ইরানের অর্থ বছরের প্রথম তিন মাসে ইরানের রপ্তানি উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এবছর ইরানের অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখা গেছে। মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও ইরান তার অন্যান্য বন্ধু রাষ্ট্রের সাথে বেশ সফলভাবে বাণিজ্য পরিচালনা করে আসছে। 

পশ্চিম এশিয়ার ট্রেড প্রমোশন অর্গানাইজেশন ইরানের অর্থবছরের প্রথম তিন মাসে ইরাক ও ইরানের বাণিজ্যের একটি রিপোর্ট প্রকাশ করেছে। এতে দেখা যায় মার্চ থেকে জুনের মধ্যে ইরাকে ইরানের রপ্তানি ২৮ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। ইরান এসময় ইরাকে প্রায় ৩ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। 

ইরাক ইরানের বাণিজ্যের একটি গুরত্বপূর্ণ অংশীদার। এ সময়ে ইরান ইরাক থেকে প্রায় ১০৮ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। 

ইরানের বাণিজ্য পর্যালোচনা করলে দেখা যায় গত বছরের এই সময়ের তুলনায় ইরানের বাণিজ্য প্রায় ২৫ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। 

অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালীবাফ রাশিয়ার একটি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ইরানের সকল ধরনের অর্থনৈতিক কার্যক্রম মার্কিন ডলার ছাড়াই পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন ব্রিকস ইরানের অর্থনীতির জন্য একটি বিরাট সুযোগ হয়ে উঠেছে। এসময় তিনি রাশিয়া ইরানের দীর্ঘ বন্ধুতের কথাও তুলে ধরেন। এবং বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের একতরফা মাতুব্বারিও নিন্দা জানান। 

এছাড়াও জাতিসংঘের ট্যুরিজম সেক্রেটারি জেনরেল জুরাব পলোলিকাশভিলি ইরানের সাথে নিবিড়ভাবে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন। ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেসকিয়ানকে লেখা এক চিঠিতে তিনি ইরানের সাথে সহযোগিতা মূলক সম্পর্ক বৃদ্ধির আশা করেন। চিঠিতে তিনি নব নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানানোর পাশাপাশি ইরানের বিশ্ব নন্দিত শিল্প সংস্কৃতির প্রশংসা করেন।

Source: 

  1. https://en.mehrnews.com/news/217788/Iran-s-exports-to-Iraq-up-28-in-Q1-TPOI
  2. https://en.mehrnews.com/news/217744/All-Iran-Russia-transactions-done-without-dollars-Ghalibaf
  3. https://en.irna.ir/news/85538377/UN-Tourism-hopes-close-cooperation-with-Iran-under-new-president

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?