দিন যতো যাচ্ছে শিল্প সংস্কৃতিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে মুসলিম দেশ ইরান। যুক্তরাষ্টের নিষেধাজ্ঞার ফলে অনেক কাঁচামাল থেকে বঞ্চিত ইরান- কিন্তু সেটি কখনোই ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি।
দেশীয় প্রযুক্তি আর কাঁচামাল ব্যবহার করে ইরান এখন আঞ্চলিক পরাশক্তি।
সম্প্রতি, মধ্যপ্রাচ্যে ঔষধ উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ইরান। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় ইরানের ঔষধ শিল্প দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
ইরানে বর্তমানে ৫০০টিরও বেশি ঔষধ কোম্পানি রয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী উচ্চমানের ঔষধ উৎপাদন করছে। এসব কোম্পানি জ্বর-সর্দি থেকে শুরু করে ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ তৈরি করছে।
ইরানের ঔষধ শিল্পের এই উন্নতির পেছনে কাজ করছে সরকারি উদ্যোগ ও বেসরকারি বিনিয়োগের সমন্বয়। সরকার ঔষধ গবেষণা ও উন্নয়নে অর্থনৈতিক সহায়তা প্রদান করছে। এছাড়াও, বেসরকারি খাতের কোম্পানিগুলিকে উৎসাহিত করার জন্য বিভিন্ন সুবিধা দিচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ইরানের উৎপাদিত ঔষধ কেবল দেশের ভিতরেই নয়, আঞ্চলিক দেশগুলিতেও রপ্তানি করা হচ্ছে। এতে করে অঞ্চলের অন্যান্য দেশের মানুষেরা সাশ্রয়ী মূল্যে মানসম্মত ঔষধ লাভ করতে পারছে।
তবে, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আন্তর্জাতিক বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে ইরানের ঔষধ শিল্পের পূর্ণ সম্ভাবনা বিকাশ লাভ করতে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।
Source: https://www.presstv.ir/Detail/2024/04/27/724478/Iran-medicine-pharmaceuticals-progress-report-figures