Monday, December 23, 2024
Home আরববিশ্ব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

by Hocchetaki
0 comment
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ মধ্যরাতে শেষ হয়েছে। এর মধ্য দিয়ে শেষ হয় ষোল ঘন্টার লম্বা ভোটগ্রহণ প্রক্রিয়া। 

ইরানের স্থানীয় সময় সকাল ৮ টায় ৫৮০০০ কেন্দ্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। টানা ১০ ঘন্টা ভোট গ্রহণ চলার কথা থাকলেও পরবর্তীতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটের সময় বাড়ানো হয়। তিনবার সময় বৃদ্ধির পর ১৬ ঘন্টা পরে মধ্যরাতে ভোট গ্রহণ শেষ হয়েছে। এ সময় দেশজুড়ে ৩১৪ টি কেন্দ্রে একশোর অধিক দেশ থেকে ইরানি প্রবাসীদের ভোট গ্রহণ করা হয়।

গত ১৯শে মে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আরও সাত জনের হেলিকপ্টার দুর্ঘটনায় আকর্ষিক মৃত্যুর পর এ নির্বাচনের আয়োজন করা হয়। এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৬১ মিলিয়ন ইরানি নাগরিক।

এ নির্বাচনে লড়াই করেছেন ইরানের পরমাণুর কর্মসূচিতে নেতৃত্বদানকারী সাঈদ জালিলি, ইমরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, সাবেক দুই মন্ত্রী মোস্তফা পোর-মোহাম্মাদি ও মাসুদ পেজেশকিয়ান। 

ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। 

Source: https://www.presstv.ir/Detail/2024/06/28/728331/Iran-voting-ends-presidential-election-vote-counting-begins

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?