ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানকে এপ্রযন্ত প্রায় ৪০ টিরও অধিক দেশের রাষ্ট্রপ্রধান শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
এর প্রতিক্রিয়ায় পেজেসকিয়ান বলেন তার প্রশাসন ইরানে একটি নতুন পররাষ্ট্রনীতির দিগন্ত উন্মোচন করবে।
ইরানের নবনির্বাচিত প্রশাসন অন্যান্য দেশের সাথে নতুন করে সামরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে। ইরানের নতুন পররাষ্ট্র নীতির মূলনীতি হবে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা। পেজেসকীয়ান বলেন আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে ইরান অন্যান্য সব রাষ্ট্রের সাথে বন্ধুত্ব স্থাপন করবে।
তিনি আরো জানান যে ইরান তার প্রতিবেশী ও আঞ্চলিক রাষ্ট্র গুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা অব্যাহত রাখবে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট এ পর্যন্ত প্রায় ৪০ এর অধিক রাষ্ট্রপ্রধানের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছে। এদের সবাই ফোন কিংবা মেসেজ প্রেরণ করে পেজেসকিয়ানকে অভিনন্দন জানান। এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, চায়না, কুয়েত, আরব আমিরাত, ইরাক তুরস্ক, সাউথ আফ্রিকা, ক্রোয়েশিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ আরও অনেক দেশের রাষ্ট্রপ্রধান রয়েছে।
গত ৫ই জুলাই দ্বিতীয় দফার নির্বাচনে পেজেসকিয়ান ১৬ মিলিয়ন ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিপক্ষ সায়েদ জালিলি পেয়েছিলেন প্রায় ১৩ মিলিয়ন ভোট। এ নির্বাচনে প্রায় পঞ্চাশ শতাংশ বা ৩০ মিলিয়ন ভোট কাস্ট হয়।
পেজেসকিয়ান এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনীর অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। আগামী ২৮ জুলাই আয়াতুল্লাহ খামিনির অনুমোদনের পর ৩০ জুলাই তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ পাঠ করবেন।