শয়তানের পূজা করার জন্য ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলের একটি এলাকায় জমায়েত হয়েছিলেন প্রায় ৩০০ মানুষ। সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ২৬১ জন শয়তান পূজারীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে তিনজন ইউরোপীয় রয়েছেন বলে জানা গেছে।
এর আগে ইরানের ইসলামী ড্রেস কোড না মানায় বেশ কয়েকজন নারীকে গ্রেপ্তারের জন্য মাঠে নামে নিরাপত্তাবাহিনী। তাদের গ্রেপ্তারের এই অভিযানের সময় এসব শয়তানের পূজারির দেখা পায় তারা। উল্লেখ্য, ইরানে মদপান ও শয়তানের পূজা নিষিদ্ধ।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মে) রাতে তেহরানের পশ্চিমে অবস্থিত শাহরিয়ার শহরে অভিযান চালিয়ে ‘শয়তানবাদ প্রচারকারীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারী-পুরুষের পোশাক, মুখ ও চুলে শয়তানবাদের প্রতীক ছিল। গ্রেপ্তারদের মধ্যে ১৪৬ জন পুরুষ ও ১১৫ জন নারী রয়েছেন। তাদের কাছ থেকে মদ ও নিষিদ্ধ মাদক জব্দ করা হয়েছে। এসময় প্রায় ৭৩টি গাড়িও জব্দ করা হয়।
উল্লেখ্য, ২০০৭ সালে তেহরানের কাছাকাছি একটি বাগানে অনুষ্ঠিত অননুমোদিত রক কনসার্ট চলাকালে শয়তানের উপাসনায় জড়িত থাকার অভিযোগে ২৩০ জনকে গ্রেপ্তার করেছিল ইরান পুলিশ।
এরপর ২০০৯ সালের জুলাই মাসে পুলিশ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আর্দেবিল থেকে একই অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। একই বছরের মে মাসে দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজ থেকে ‘শয়তান-উপাসক’ হিসেবে ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়।
Source: https://www.dw.com/en/iran-police-arrest-some-260-people-at-satanist-gathering/a-69118880