গাজায় মানবিক বিপর্যয়ের তীব্রতা কমাতে ইসরায়েল যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না বলে কড়া ভাষায় সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
একইসঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকেও যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে এক বক্তব্যে কমলা হ্যারিস গাজায় অবিলম্বে শর্তহীন যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহবান জানান ইসরায়েল। এবং হামাসকে বলেন ছয়সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের মুক্তি দেওয়ার চুক্তি মেনে নেওয়ার জন্য ।
হ্যারিস বলেন, “গাজার মানুষ অনাহারে আছে। সেখানকার পরিস্থিতি চরম অমানবিক অবস্থায় রয়েছে। যাদের হৃদয় আছে তারা এই অমানবিক পরিস্থিতি কিছুতেই মানতে পারেনা।”
তিনি আরও বলেন, “গাজায় ত্রাণ সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে ইসরায়েল সরকারকে নমনীয় হতে হবে। এর বিপরীতে কোনও রকমের অজুহাত মেনে নেবো না।”
ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনও ঊর্ধ্বতন কর্মকর্তার সবচেয়ে কড়া ভাষার মন্তব্য এটি। কমলা হ্যারিসের এমন সমালোচনা যুক্তরাষ্ট্র সরকারের ভেতরে গাজা যুদ্ধ নিয়ে তীব্র হতাশারই প্রতিফলন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সেইদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।