ইসরায়েলের একর শহরের উত্তরে সেনা ঘাটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ। নিজেদের এক যোদ্ধাকে হত্যার প্রতিশোধ হিসেবে এই আক্রমন বলছে গোষ্ঠিটি। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম ইসরায়েলি ভূখণ্ডের এত অভ্যন্তরে হামলা চালিয়েছে তারা।
মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ একর ও নাহারিয়ার মধ্যবর্তী দুটি ইসরায়েলি ঘাঁটিকে লক্ষ্য করে ডিকয় এবং বিস্ফোরক ড্রোন ব্যবহার করে একটি সম্মিলিত হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠী বলছে সম্প্রতি তাদের একজন যোদ্ধাকে হত্যার পরে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে তাদের এই হামলা। তারা একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে, যেখানে চারপাশে একটি লাল বৃত্ত দিয়ে আক্রমণের অবস্থান চিহ্নিত করা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহর এই ড্রোন আক্রমণ তাদের কোনো স্থাপনাকে আঘাত করেছে এধরনের তথ্য এখনো পাওয়া যায়নি। তবে এর আগে তারা ইসরায়েলের উত্তর উপকূলে দুটি ড্রোনকে বাধা দিয়েছে।
এর আগে, মঙ্গলবার লেবাননের সরকারী বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের হানিনের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের বিমান হামলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর যোদ্ধা মুহাম্মদ আত্তিয়াসহ দুই হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। হিজবুল্লাহ পরে তাদের একজন যোদ্ধা হুসেইন আজকউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, কিন্তু বিস্তারিত কিছু জানায়নি।