লেবাননের বাজুরিয়ায় অবস্থানকারী হিজবুল্লাহ নেতা আলি আবেদ আখসামকে হত্যার দাবী করছে ইসরায়েল। IDF এর দাবী আলি আবেদ হিজবুল্লাহর রকেট ও মিসাইল ইউনিট প্রধান।
হিজবুল্লাহ নেতাকে হত্যার পাশাপাশি দক্ষিণ লেবাননের আরো বেশকিছু জায়গায় নিজেদের আগ্রাসন চালিয়েছে ইসরায়েল৷
এর আগে গত শুক্রবার উত্তর লেবাননের অ্যালোপো শহরে নিজেদের ধ্বংসাত্মক কর্মকান্ড চালায় ইসরায়েল। এতে মোট ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গিয়েছে। টানা রকেট বর্ষণে অবকাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরটির বেশকিছু বাড়ি-ঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা।
এছাড়া হিজবুল্লাহ’র একটু রকেট ডিপোর কাছে হামলা চালিয়েছে তারা। এতে করে আনুমানিক ৫ জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।
তবে এতেই খান্ত নন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। রীতিমতো ইসরায়েলের আগ্রাসনমূলক কর্মকান্ড সম্প্রসারণের হুমকি ইসরায়েলী মন্ত্রীর!
গ্যালান্টের ভাষ্যমতে, হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিরোধী ব্যবস্থা থেকে বেড়িয়ে এসে চড়াও হবার সময় হয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে এখন সরাসরী অ্যাকশানে যেতে চায় ইসরায়েল৷ হিজবুল্লাহ দমনে নিজেদের কর্মকান্ডকে সর্বোচ্চ পরিমানে প্রসারিত করতে প্রস্তুত IDF.
গত বছর অক্টোবর থেকে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনকে পূর্ণ সমর্থন দিয়ে আসছে ইরাক সমর্থিত সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ! বেশ কয়েক দফায় তাই ইসরায়েলের সাথে মিসাইল বিনিময় করেছে গোষ্ঠীটি৷ খুব সম্প্রতি ইসরায়েলে ৩০টি রকেট হামলা চালায় হিজবুল্লাহ। যাতে নিহত হন এক ইসরায়েলী নাগরিক!
source: https://www.dw.com