Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক ইসরায়েলে রকেট হামলা চালালো ইসলামিক জিহাদ ও হিজবুল্লাহ

ইসরায়েলে রকেট হামলা চালালো ইসলামিক জিহাদ ও হিজবুল্লাহ

by Mr.Rocky
0 comment
ইসরায়েলে রকেট হামলা চালালো ইসলামিক জিহাদ ও হিজবুল্লাহ

গতকাল ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড গাজা থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করেছে। এক মুখপাত্রের বরাত দিয়ে ইসরায়েলি মিডিয়া গাজা থেকে সেডরোটের দিকে আটটি রকেট ছোড়া হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়। হামলায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়াও হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর দিকে ৫০টিরও বেশি রকেট নিক্ষেপের দায় স্বীকার করেছে। এক বিবৃতি অনুসারে গোষ্ঠীটি জানায় দক্ষিণে লেবাননের শহর ও গ্রামে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসাবে এই হামলা করা হয়েছে।

রকেটগুলি ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ইসরায়েলি পোস্টের দিকে নিক্ষেপ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, পিজিআই ও হিজবুল্লাহর এই হামলা ইরানের দিকনির্দেশনায় হয়েছে।

এদিকে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।

শুক্রবারের হামলায় আহত হওয়ার পর তুর্কি সম্প্রচারকারী টিআরটির সাংবাদিক সামি শেহাদেহের পা কেটে ফেলা হয়েছে। শেহাদেহ অভিযোগ করেন সাংবাদিকদের প্রেস ভেস্ট এবং হেলমেট পড়ে থাকা সত্ত্বেও তাদের গাড়িতে ইচ্ছাকৃত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

টিআরটির মহাপরিচালক জাহিদ সোবাচি এই হামলাকে “ইসরায়েলি বর্বরতা” বলে অভিহিত করে বলেছেন, “এই হামলা সমস্ত নৈতিক, আইনগত ও মানবিক সীমা অতিক্রম করেছে।”

Source: https://aje.io/w1bj5f?update=2832721 Al-Quds Brigades TG Channel: https://t.me/sarayaps 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?