Monday, December 23, 2024
Home আরববিশ্ব ইসরাইলি হামলায় নব্বই ফিলিস্তিনি নিহত, আহত অন্তত তিনশত 

ইসরাইলি হামলায় নব্বই ফিলিস্তিনি নিহত, আহত অন্তত তিনশত 

by Hocchetaki
0 comment

গাজার দক্ষিণ অঞ্চলের আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত অসহায় ফিলিস্তিনিদের উপর নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরাইল। এতে তাদের নৃশংসতার নতুন রেকর্ড তৈরি হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে নিরাপদ শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় অন্তত নব্বই ফিলিস্তিনি নিহত হয়। এসময় আরও ৩০০ জন আহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ হামলাকে বর্বর গণহত্যা উল্লেখ্য করে তীব্র নিন্দা জানিয়েছে। 

মধ্য গাজায় ইসরাইলি হামলার মধ্য দিয়ে আল মাওয়াসি ক্যাম্পে এই হামলা চালানো হয়। এসময় ইসরাইল ড্রোন ও ভারী আর্টিলারি দিয়ে আক্রমণ চালায়। 

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির চিকিৎসকরা জানান এসময় একটি বোমার আঘাতে তিন শিশু সহ তাদের বাবার মৃত্যু হয়। তাদের মৃতদেহ আল আকসা হাসপাতালের পাঠানো হয়। 

গত শুক্রবার ইসরাইল সেজাইয়া এবং তাল আল-হাওয়া সহ আশেপাশের এলাকা থেকে অভিযান সমাপ্তের ঘোষণা দেয়। ইসরাইলি অভিযান শেষে তাল আল-হওয়া ও এর আশপাশের এলাকা থেকে একদিনেই অন্তত ৬০ মৃতদেহ উদ্ধার করা হয়। 

জাতিসংঘ ও আরব দেশগুলো মানবিক নিরাপদ আশ্রয় শিবিরে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইসরাইলের পক্ষ থেকে বলা হয় উক্ত হামলায় হামাসের শীর্ষ কমান্ডার মোহাম্মদ দেইফকে টার্গেট করা হয়। কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানায় তিনি নিশ্চিত নন যে তিনি মারা গেছে কিনা। 

হামাস এই দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। হামাস জানায় ইসরাইল নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

এ ঘটনায় জর্ডান, মিশর, তুরস্ক, কতার, সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে। ইসরাইলের এ হামলা কে তারা জঘন্য ও নির্দয় গণহত্যা রূপে উল্লেখ করে। 

তুরস্ক জানায় এটা ফিলিস্তিনিদের নির্মূল করতে নেতানিয়াহু প্রশাসনের একটি ধাপ। তুরস্ক অন্যন্য দেশগুলোকে ইসরাইলের বর্বরতা বিরুদ্ধে দাঁড়াতে আহ্বান জানায়। 

Source: 1. https://www.trtworld.com/middle-east/scores-killed-as-israel-bombs-al-mawasi-safe-zone-in-southern-gaza-18183425

2. https://www.aljazeera.com/news/2024/7/13/shocking-and-brutal-massacre-world-reacts-to-israels-al-mawasi-attack

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?