হামাসের সঙ্গে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে দেশটিকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষেধাজ্ঞার প্রস্তাব দেয় ফিলিস্তিন। তাদের প্রস্তাবে সমর্থন জানিয়ে ইরানসহ মধ্যপ্রাচ্যের ১২টি দেশের ফুটবল সংস্থা ফিফার কাছে চিঠি দিয়েছে। ধারণা করা হয়, থাইল্যান্ডের ব্যাংককে ফিফার কংগ্রেসে এ নিয়ে কোনও সিদ্ধান্ত জানা যাবে। কিন্তু সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি পরামর্শ চায় তারা।
ইনফান্তিনোর ভাষ্যমতে, ‘ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তিনটি অনুরোধ বিশ্লেষণ করতে ও ফিফা বিধির সঠিক প্রয়োগে আইনি পরামর্শ চাই আমরা। দুই দেশের অ্যাসোসিয়েশনের দাবি বিবেচনা করা হবে এই আইনি প্রক্রিয়ায়। তারপর ফল ও সুপারিশগুলো পাঠানো হবে ফিফা কাউন্সিলে। জরুরি পরিস্থিতি বিবেচনায় আগামী ২০ জুলাই বিশেষ কাউন্সিল মিটিং হবে এবং পর্যবেক্ষণের পর সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।’
Source: https://www.middleeastmonitor.com/20240517-fifa-orders-legal-review-of-palestinian-call-to-suspend-israel/