আরববিশ্ব ডেস্ক।।
গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা মানুষের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালালে নিহতের পাশাপাশি অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি বাহিনীর গুলি করার ভয়াবহ দৃশ্য বর্ণনা করে গাজার জাতিসংঘের কর্মকর্তারা বলেন দক্ষিণ গাজা সিটির কুয়েত চত্বরে ত্রাণের জন্য ছুটে যাচ্ছিলেন ত্রাণ প্রত্যাশীরা। ঠিক তখনই তাদের ওপর গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যান ছয়জন ক্ষুধার্ত ফিলিস্তিনি।
ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করার বিষয়ে জানতে চাইলে কোনও মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী।
ইসরায়েলি হামলায় গাজার ২৩ লাখ মানুষের মধ্যে প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন। তারা সবাই বিশৃঙ্খল পরিস্থিতিতে রয়েছেন। দিগ্বিদিক খাদ্য খুজঁছেন তারা। খাদ্য সংগ্রহ করতেই তাদের মরতে হচ্ছে।
এর আগে ২৯ ফেব্রুয়ারি গাজা সিটিতে ত্রাণের অপেক্ষায় থাকা ১০০ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। কিন্তু সেদিনের মৃত্যুর জন্য ভীড়কে দায়ী করে ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, গুলিতে নয়, পদদলিত হয়ে ওই ১০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সাইপ্রাস থেকে গাজায় যাচ্ছে দাতব্য সংস্থার প্রথম ত্রাণবাহী জাহাজ