Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক ইসরায়েলি বন্দরে নোঙর করা বাণিজ্যিক জাহাজ হামলার শিকার

ইসরায়েলি বন্দরে নোঙর করা বাণিজ্যিক জাহাজ হামলার শিকার

by Hocchetaki
0 comment

গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে অভিযান জোরদার করার অংশ হিসেবে ইসরায়েলি বন্দরে নোঙর করা একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথিরা।

ইরান সমর্থিত এই গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার জানান, লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটর’কে আরব সাগরে ব্যালিস্টিক মিসাইল দ্বারা হামলা করেছে হুথিরা। তিনি  আগের একটি হুমকির দিকে ইঙ্গিত করে বলেন, ইসরায়েলি বন্দরে নোঙর করা সব জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

চলতি সপ্তাহে এমভি টিউটর নামের একটি জাহাজ হুথিদের আক্রমণের ফলে ডুবে যায়। এরপর থেকেই  বাণিজ্যিক জাহাজগুলোর বিরুদ্ধে হুথিদের অভিযান নতুন দিকে মোড় নেয়।

ইয়াহিয়া সারি আরও দাবি করেন, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ অঞ্চলে মার্কিন নৌবাহিনীর অভিযানে নেতৃত্ব দেওয়া ইউএসএস আইজেনহাওয়ারকে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল দ্বারা হামলা করা হয়েছে। তিনি অভিযানটিকে সফল ঘোষণা করলেও, এ অভিযানের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা এই দাবি ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি জানান, হুথি এবং তাদের সমর্থকদের অ্যাকাউন্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার মিথ্যা দাবি করছে যে- তারা রেড সিতে বিমানবাহী ক্যারিয়ারটিকে আঘাত করেছে বা ডুবিয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) শুক্রবার জানিয়েছে  ইয়েমেনের অ্যাডেন থেকে ১২৬ নটিক্যাল মাইল (২৩৩ কিমি) পূর্বে একটি জাহাজে হামলা হয়েছে। তারা আরও জানায়, জাহাজে কর্মরত ক্রুরা জাহাজের আশেপাশে বিস্ফোরণের খবর দিয়েছেন, তবে ক্রুরা নিরাপদে রয়েছেন।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শেষ না হওয়া পর্যন্ত হুথিরা তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হুথিরা। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গোষ্ঠীটি ৬০টিরও বেশি হামলা চালিয়েছে, দুটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়েছে, একটি বাণিজ্যিক জাহাজ দখল করেছে।

মার্চ মাসে, হুথিদের একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল বার্বাডোস পতাকাবাহী ট্রু কনফিডেন্সে আঘাত হানলে, অগ্নিকান্ডে তিনজনের মৃত্যু ঘটে।

সম্প্রতি গোষ্ঠীটির সামরিক সক্ষমতা দুর্বল করতে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সামরিক বাহিনী ইয়েমেনে হুথি-নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়েছে বলে জানা যায়।

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?