Monday, December 23, 2024
Home আরববিশ্ব ইসরায়েলি হামলার কারণে রাফাহ ক্রসিংয়ে ত্রাণ সরবরাহ হুমকির মুখে

ইসরায়েলি হামলার কারণে রাফাহ ক্রসিংয়ে ত্রাণ সরবরাহ হুমকির মুখে

by Hocchetaki
0 comment
ইসরায়েলি হামলার কারণে রাফাহ ক্রসিংয়ে ত্রাণ সরবরাহ হুমকির মুখে

ইসরায়েলি সামরিক বাহিনী মিশর ও গাজার মধ্যবর্তী রাফাহ ক্রসিং দখলে নেয়ায় গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার কায়রোতে গ্রীক পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎকারের পর এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের সামেহ শুকরি বলেন, “এখন রাফাহ ক্রসিং এর কাছেই একটি সামরিক উপস্থিতি রয়েছে। ফলে সেখানে চালানো সামরিক অভিযান ত্রাণবাহী কনভয় এবং ট্রাক চালকদের বিপদের মুখে রেখেছে।”

এছাড়াও ইসরায়েলের সামরিক অভিযানের ফলে রাফাহ ক্রসিং অপারেশনকে প্রভাবিত করছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সীমান্তে মিশরের দিকে আন্তর্জাতিক সাহায্য বিতরণের গাড়িগুলো আটকে গেছে। যার ফলে বেশকিছু খাদ্য সরবরাহ নষ্ট হয়ে যাওয়ার উদ্বেগ দেখা দিয়েছে। সাত মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গাজার অধিকাংশ এলাকা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

অক্টোবরে গাজায় বিতরণ করা বেশিরভাগ সাহায্য এসেছে মিশর দিয়ে, যেগুলো রাফাহ বা ইসরায়েলের সীমান্তের নিকটবর্তী কারেম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে।

শুকরি গাজায় সাহায্য সরবরাহের জন্য অন্যান্য ল্যান্ড ক্রসিং খোলার জন্য ইসরায়েলকে বারবার আহবান জানিয়েছেন।

গাজার সাথে মিশরের প্রায় ১৩কিমি সীমান্ত এলাকা রয়েছে যার মধ্যে রাফা ক্রসিং অন্যতম। ৭মে হামাসের আক্রমণের পর গাজার দিক থেকে ক্রসিংটি দখল করে নেয় আইডিএফ। সাম্প্রতিক সময়ে রাফাহতে আগ্রাসন তীব্র করায় ক্রসিংয়ে প্রায়ই সামরিক অভিযান চালাচ্ছে তারা।

Source: https://www.trtworld.com/middle-east/israeli-attacks-threaten-aid-deliveries-via-rafah-crossing-egypt-18164461 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?