Monday, December 23, 2024
Home পাকিস্তান উত্তর-পশ্চিম পাকিস্তানে মেয়েদের স্কুলে ফের বোমা হামলা

উত্তর-পশ্চিম পাকিস্তানে মেয়েদের স্কুলে ফের বোমা হামলা

by Mr.Rocky
0 comment
উত্তর-পশ্চিম পাকিস্তানে মেয়েদের স্কুলে ফের বোমা হামলা

শুক্রবার পাকিস্তানের পুলিশ জানিয়েছে, জঙ্গিরা খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি বালিকা বিদ্যালয়ে বোমা হামলা করেছে। রাতভর হামলায় ভবনটি ধ্বংস হয়ে গেলেও কেউ হতাহত হয়নি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সাফদর খানের মতে, চলতি মাসে এই এলাকায় দ্বিতীয়বারের মতো স্কুলে বোমা হামলার ঘটনা ঘটেছে। যদিও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি, সন্দেহ করা হচ্ছে এ ঘটনার পিছনে পাকিস্তানি তালেবান (টিটিপি) জড়িত থাকতে পারে। এই সংগঠনটি মূলত দীর্ঘদিন ধরে নারী শিক্ষার বিরোধিতা করে আসছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমে মেয়েদের স্কুলে হামলার বেশ কিছু ইতিহাস রয়েছে, বিশেষ করে সোয়াত উপত্যকায়, যা আগে তালেবান নিয়ন্ত্রিত ছিল। ২০১২ সালে, টিটিপি মালালা ইউসুফজাইকে আক্রমণ করেছিল। যিনি মূলত একজন শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। টিটিপি, আফগান তালেবানের সাথে জোটবদ্ধ, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এই গোষ্ঠীটি আরও সক্রিয় হয়ে উঠে।

Source: https://apnews.com/article/pakistan-northwest-girls-school-bombed-taliban-15955d3853dd09638dd084c443746687

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?