গাজার জাবালিয়ায় অভিযান চালানোর সময় ‘তথাকথিত ফ্রেন্ডলি’ ফায়ারে নিজেদের ৫ সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছি আইডিএফ। এই হামলায় আরো সাতজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সৈন্যরা সবাই প্যারাট্রুপারস ব্রিগেডের ২০২ তম ব্যাটালিয়নের সদস্য ছিল।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, জাবালিয়া ক্যাম্পের একটি ভবনে সন্ধ্যা ৭টার দিকে জড়ো হয়েছিল প্যারাট্রুপাররা। তখন পাশাপাশি পরিচালিত একটি ট্যাঙ্ক ভবনটি লক্ষ্য করে দুটি শেল নিক্ষেপ করে।
হামলার আগে সকালে এলাকাটিতে পৌঁছে ঘাঁটি স্থাপন করে আইডিএফের ট্যাংক ও প্যারাট্রুপার ইউনিট। পরে সন্ধ্যায়, প্যারাট্রুপারদের আরেকটি দল ওই এলাকায় পৌঁছে এবং সেখানকার দুটি ট্যাঙ্ককে জানায় তারা ভবনে প্রবেশ করছে। ট্যাঙ্ক বাহিনী পরে বিল্ডিংয়ের একটি জানালা থেকে বন্দুকের ব্যারেল দেখতে পেয়ে সেটিকে শত্রু বাহিনীর ধারণা করে দুটি শেল নিক্ষেপ করে।
এদিকে হাইফাতে একটি গাড়ির ধাক্কায় পাঁচজন আইডিএফ সৈন্য আহত হয়েছে। পুলিশ বলছে, এটি কোনো ইচ্ছাকৃত আক্রমণ নয়, ট্র্যাফিক দুর্ঘটনা ছিল।
আহত পাঁচ সৈন্যকে শহরের রামবাম মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের মাথায় ও অঙ্গ-প্রত্যঙ্গে মাঝারিভাবে আঘাত লেগেছে, বাকি চারজন হালকা আঘাত পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দূর্ঘটনায় জড়িত চালককে আটক করে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।