ইসরাইলি মিডিয়ায় প্রকাশিত খবরে জানা যায় তেল আবিবের নিকটে রেহবত শহরে হাজার হাজার ইসরাইলি বিক্ষোভ এবং লংমার্চ কর্মসূচি পালন করে। এসময় তাদের দাবি ছিল নেতানিয়াহু প্রশাসন যেনো ফিলিস্তিনি সংগঠন গুলোর সাথে বিন্দি বিনিময় চুক্তি বাস্তায়ন করে।
ইসরাইলি গণমাধ্যম দৈনিক ইয়েডিওথ আহরোনথ (Yedioth Ahronoth) এ প্রকাশিত রিপোর্টে বলা হয় রেহবত শহরের সায়েন্স পার্ক এলাকায় হাজার হাজার বিক্ষোভকারী মিলিত হয়। এসময় তারা ইসরাইলি প্রশাসনকে বন্দী বিনিময় চুক্তিতে পৌঁছাতে আহ্বান জানায়।
রিপোর্টে আরো বলা হয় বিক্ষোভকারীরা এসময় সরকারকে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর ও একটি আগাম নির্বাচনের দাবি করে।
যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর বিগত কয়েক মাস ধরে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন গুলোর হাতে এখনো প্রায় ১২০ ইসরাইলি নাগরিক বন্দী রয়েছে।
হামাস জানিয়েছে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া তারা কোনোভাবেই বাকি বন্দীদের মুক্তি দিবে না। অন্যদিকে ইসরাইল জানিয়েছে যে তারা একটি আংশিক যুদ্ধবিরতি চুক্তি করতে চায়।
জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল অবিলম্বে ইসরাইলের কাছে যুদ্ধ বিরতির দাবি জানিয়েছে। এছাড়াও আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলকে গণহত্যার দায় অভিযুক্ত করেছে।
ইসরাইলের হামলায় এ প্রযন্ত ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয় এবং আহত হয়েছে আর প্রায় ৮৮ হাজার।