Monday, December 23, 2024
Home আরববিশ্ব ইসরাইলি বাহিনী সেজাইয়া থেকে সৈন্য প্রত্যাহারের পর একদিনেই পাওয়া যায় ৬০ মৃতদেহ 

ইসরাইলি বাহিনী সেজাইয়া থেকে সৈন্য প্রত্যাহারের পর একদিনেই পাওয়া যায় ৬০ মৃতদেহ 

by Hocchetaki
0 comment
ইসরাইলি বাহিনী সেজাইয়া থেকে সৈন্য প্রত্যাহারের পর একদিনেই পাওয়া যায় ৬০ মৃতদেহ 

ইসরাইলি সেনাবাহিনী গাজার সেজাইয়া বসতি থেকে সৈন্য প্রত্যাহারের পরই বেরিয়ে আসতে শুরু করেছে ইসরাইলি সেনাদের বর্বরতার চিত্র। 

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানায় উদ্ধারকারীরা গত একদিনে অন্তত ৬০ মৃতদেহ উদ্ধার করেছে। সেজাইয়া বসতিতে ধ্বংসস্তূপের নিচে পাওয়া যায় এসব মৃতদেহ। এমনকি এখনো অসংখ্য মানুষের লাশ ধ্বংসস্তূপের নিচ চাপা পরে আসছে বলে জানানো হয়। 

সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন সেজাইয়ার প্রায় ৮০ শতাংশ বাড়ি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেজাইয়া এখন মহাবিপর্যের এক নাম। এই এলাকা এখন আর কোনো ভাবেই বসবাসের উপযোগী নয়। 

গত বুধবার ইসরাইলি সেনাবাহিনী সেজাইয়া থেকে অভিযান সমাপ্ত করার ঘোষণা দেয়। তার আগে দুই সপ্তাহ ধরে চলে ভয়াবহ সামরিক হামলা। যার ফলে এই এলাকা এক ধ্বংস নগরীতে পরিণত হয়েছে। 

বাসাল আরও জানান যে ইসরাইলের এক অভিযানে তেল আল হাওয়ায় অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অসংখ্য পরিবার সেখানে আটকে আছে কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌছাতে পারছে না। 

সাত অক্টোবরের পর থেকে গাজায় ইসরাইলের হামলায় এ প্রযন্ত প্রায় ৩৮,৩০০ ফিলিস্তিনি নিহত হয় এবং আহতের সংখ্যা প্রায় ৮৮,৩০০। 

ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইসরাইলকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে। কোর্টের সর্বশেষ নির্দেশনা হচ্ছে অবিলম্বে যেন রফাহতে ইসরাইলের অভিযান বন্ধ করা হয়। রাফাহতে প্রায় এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। 

Source: https://www.trtworld.com/middle-east/over-60-bodies-retrieved-from-under-rubble-in-shejaiya-after-israeli-attack-18182743

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?