আদালতের কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করে বহু সংবেদনশীল তথ্য চুরির অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া। হ্যাক হওয়া তথ্যের মধ্যে অনেক ব্যক্তিগত আর্থিক রেকর্ডও রয়েছে।
শনিবার সিউল পুলিশ উত্তর কোরিয়ার হ্যাকারদের অভিযুক্ত করে এই তথ্য দেয়। দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, উত্তর কোরিয়ান হ্যাকাররা ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আদালতের কম্পিউটার সিস্টেম থেকে ১ হাজার ১৪ গিগাবাইট (জিবি) ডেটা চুরি করে নেয়। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার পুলিশ, গোয়েন্দা সংস্থা ও আইনজীবীদের একটি যৌথ তদন্তে এই তথ্য বের হয়ে এসেছে।
অনেকের মতে, উত্তর কোরিয়ায় হাজার হাজার হ্যাকারকে নিয়ে তৈরি করা একটি বাহিনী রয়েছে। সাধারণত এই হ্যাকাররা দেশটির অভ্যন্তরে, এমনকি বিদেশ থেকেও তৎপরতা চালিয়ে থাকে। বিশ্বজুড়ে বেশ কয়েকটি বড় বড় সাইবার হামলার জন্য আগেও অভিযুক্ত করা হয় তাদেরকে।
চুরি যাওয়া তথ্যগুলোর মধ্যে থেকে সিউল মাত্র ৪ দশমিক ৭ জিবি পুনরুদ্ধার ও সনাক্ত করতে পেরেছে। এসবের মধ্যে ব্যক্তিগত ঋণ পুনর্বাসন সংক্রান্ত ৫ হজার ১৭১টি নথি রয়েছে। এসব নথিতে বিয়ের সার্টিফিকেট, ঋণ ও দেউলিয়া হওয়ার কারণ সম্পর্কে বিবৃতি রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। সে কারণে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য দেশটি সাইবার আক্রমণ বাড়িয়ে তুলেছে।
Source: https://www.channelnewsasia.com/asia/north-korea-hackers-south-korea-court-computer-network-personal-debt-marriage-records-two-years-4329026