Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক কেনিয়ায় বাঁধ ভেঙে ভয়াবহ বন্যায় মৃত্যু ১২০ জন ছাড়াল

কেনিয়ায় বাঁধ ভেঙে ভয়াবহ বন্যায় মৃত্যু ১২০ জন ছাড়াল

by Mr.Rocky
0 comment
কেনিয়ায় বাঁধ ভেঙে ভয়াবহ বন্যায় মৃত্যু ১২০ জন ছাড়াল

কেনিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় একটি বাঁধ ভেঙে যাওয়ার পর ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ফলে এখনো পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে। সোমবার মাই মাহিউ এলাকায় বাঁধ ভেঙে আকস্মিক বন্যার পানিতে এই মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, “মাই মাহিউর কিজাবে এলাকায় ভোরে একটি বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত আমরা ৪২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১৭ জন শিশু রয়েছে। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।”

অতিরিক্ত বৃষ্টির ফলে জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধগুলি পানিতে পূর্ণ হয়ে গেছে। ফলে নদীর নিম্নে ব্যাপক বন্যার আশঙ্কা রয়েছে বলে সরকারি মুখপাত্র জানিয়েছেন। 

ভারী বৃষ্টির ফলে কেনিয়ার কর্তৃপক্ষ উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে। এল নিনো আবহাওয়ার ফলে সাম্প্রতিক সপ্তাহগুলিতে পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি হচ্ছে। শনিবারে সরকারি হিসাবে জানা যায়, বন্যায় ৭৬ জন নিহত হয়েছেন এবং ১ লাখ ৩১ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বন্যায় দেশজুড়ে রাস্তাঘাট ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বন্যায় বুরুন্ডিতে প্রায় এক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তানজানিয়ায় কমপক্ষে ৫৮ জন মারা গেছে এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছে।

২০২৩ সালের শেষের দিকে বর্ষা মৌসুমে পূর্ব আফ্রিকা রেকর্ড বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে এধরনের চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

Source: https://www.aljazeera.com/news/2024/4/29/dozens-of-people-dead-in-kenya-floods 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?