Table of Contents
বুধবার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ৬০হাজারের বেশি ফিলিস্তিনি ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন। কিন্তু ছয় মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের শিকারদের জন্য কোনো উৎসবের পরিবেশ ছিল না। শহরের প্রবেশদ্বার ও আশপাশের গলিতে ইসরায়েলি পুলিশের বিশাল দল মোতায়েন করা হয়েছিল।
জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগ এক বিবৃতিতে বলেছে, পবিত্র রমজান মাসের শেষের পর মুসলমানদের প্রধান উৎসব ঈদ-উল-ফিতরের দিনে ৬০ হাজারের বেশি মানুষ আল-আকসা মসজিদে তাদের নামাজ আদায় করেছেন। যাদের ইসরায়েলি পুলিশ আল-আকসায় প্রবেশে বাধা প্রদান করেছে, তারা মসজিদের বাইরের গেটে ঈদের নামাজ আদায় করেছেন।
রাফাহতে ইসরায়েলি ড্রোনের গুঞ্জনের মধ্য দিয়ে ঈদ শুরু!
দিনের শুরুতেই ইসরায়েলি সামরিক ড্রোনগুলি রাফাহ জেলার উপরে উড়েছে। যেন ফিলিস্তিনিদের মনে করিয়ে দেওয়া হচ্ছে তোমাদের কোনো আনন্দের দিন নেই, তোমাদের কোনো নিরাপত্তা নেই। তবুও, ফিলিস্তিনিরা আজ এখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করে একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন।
গতকাল রাতে যখন ফিলিস্তিনিরা ঈদের আগমনে আনন্দ করার প্রস্তুতি নিচ্ছিল, তখন ইসরায়েলি যুদ্ধবিমান বেশ কয়েকটি আবাসিক বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। সর্বশেষ তথ্য অনুযায়ী হামলায় নুসেইরাত শরণার্থী শিবিরে কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।
দক্ষিণ লেবাননে নেই ঈদের আমেজ!
রমজানের শেষ দিনে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াইয়ের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবুও ঈদ-উল-ফিতরের উদযাপনের জন্য লেবাননের সীমান্ত বরাবর গ্রাম এবং শহরগুলিতে স্বাভাবিকের মতো প্রস্তুতি ছিল না। বিশেষ করে বিনতে জবিল, খিয়াম, নাকোরা এবং মেস আল-জাবালের মতো বড় শহরগুলিতে ছিল না ঈদের কেনাকাটার আমেজ।
সামের নামের সেখানকার এক স্থানীয় বাসিন্দা সাংবাদিকদের বলেন, “যতক্ষণ বাড়িঘরে ধ্বংসাত্মক রকেট এবং শেল হামলা অব্যাহত আছে, ততক্ষণ ঈদের কোনো অর্থ নেই।”
দাতব্যসংস্থার ত্রাণে ইয়েমেনি শিশুদের ঈদ আনন্দ!
একটি স্থানীয় দাতব্য সংস্থার আয়োজনে যুদ্ধবিধ্বস্ত রাজধানী সানায় ঈদ উদযাপনের আশার আলো জ্বলে উঠেছে। এই মেলায় ইয়েমেনের সুবিধাবঞ্চিত পরিবারের ৭৫ হাজার শিশুর মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে চেয়েছে সংস্থাটি। এদের অনেকেই বাস্তুচ্যুত, এতিম, বা আর্থিকভাবে সংগ্রামরত পরিবার থেকে এসেছে।
মেলার অন্যতম আয়োজক মোহাম্মদ আল-মুশকি বলেনন, “আমাদের লক্ষ্য হল এই পরিবারগুলো এবং তাদের সন্তানদের ঈদে আনন্দ দেওয়া।” জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, নয় বছরের যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তা লক্ষ লক্ষ মানুষকে অনাহারে ঠেলে দিয়েছে।
Source: https://www.anews.com.tr/world/2024/04/10/over-60000-palestinians-offer-eid-al-fitr-prayer-at-al-aqsa-mosque https://www.aljazeera.com/news/liveblog/2024/4/10/israels-war-on-gaza-live-israel-bombards-gaza-kills-14-in-nuseirat-camp
https://www.arabnews.com/node/2490701/middle-east https://english.news.cn/20240410/1e80bbcada764e7daf8a40febf595ecb/c.html