Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে আটক ৩

কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে আটক ৩

by Md Nayem
0 comment
কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে আটক ৩

কানাডিয়ান পুলিশ শুক্রবার খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক বিরোধের সৃষ্টি হয়েছিল।

গত বছরের ১৮জুন কানাডার সারেতে হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যা করা হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডে ভারত সরকারের জড়িত থাকার অভিযোগ করেছিলেন। নয়া দিল্লি এই অভিযোগ অস্বীকার করে সমালোচনা জানিয়েছিল অটোয়ার।

কানাডিয়ান পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনজনকে আলবার্টার এডমন্টন থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন করণপ্রীত সিং, কমলপ্রীত সিং ও করণ ব্রার । আরসিএমপি সুপারিনটেনডেন্ট মানদ্বীপ মুকার একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে জানান, তারা তদন্ত করছেন তিনজন অভিযুক্ত হত্যাকারীর ভারত সরকারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। কানাডিয়ান পুলিশের মতে তারা ভারতীয় নাগরিক।

আরসিএমপি সহকারী কমিশনার ডেভিড টেবুল বলেছেন, পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে আরও তদন্ত করবে। তিনি দাবি করেন আরো অনেকেই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। টেবুল বলেন, “এই তদন্ত এখানেই শেষ হচ্ছে না। আমরা জানি যে অন্যরাও এই হত্যাকাণ্ডে ভূমিকা পালন করেছে থাকতে পারে এবং আমরা তাদের প্রত্যেককে খুঁজে বের করে গ্রেফতার করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

ভারতের জাতীয় তদন্ত সংস্থা ২০২০ সালে নিজ্জরকে সন্ত্রাসী ঘোষণা করেছিল। তবে নিজ্জর হত্যাকাণ্ডে কানাডার অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করছে ভারত। ভারতের অভিযোগ কানাডা নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ কখনোই দেয়নি।

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?