কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাম্প্রতিক সহিংসতার জের ধরে ৩৫০ জনের বেশি পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরেছেন। তবে পাকিস্তান সরকার এই সহিংসতাকে গুরুত্বহীন বলে দাবি করলেও, ফেরত আসা শিক্ষার্থীরা জানিয়েছেন ভিন্ন অভিজ্ঞতা রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি দাবি করেছেন, কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তিনি আরও জানিয়েছেন যে, কিরগিজ কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেছে, বিদেশী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
পাকিস্তান সরকার বিশেষ ফ্লাইটের মাধ্যমে ফিরতে ইচ্ছুক পাকিস্তানি শিক্ষার্থীদের খরচ বহন করবে বলেও জানিয়েছে। প্রাথমিকভাবে ৫৪০ জন ছাত্রকে ফিরিয়ে আনতে রবিবার তিনটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল।
ফেরত আসা কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, পাকিস্তান দূতাবাস তাদের কোনো সাহায্য করেনি। বিশকেকে পরিস্থিতি এখনও খারাপ। তাদের মতে, কিরগিজ শিক্ষার্থী ও স্থানীয়রা বিদেশী শিক্ষার্থীদের আক্রমণ করেছে এবং রাস্তায় চলাফেরাও নিরাপদ নয় তাদের জন্য।
ছাত্রদের দাবি, বিদেশী শিক্ষার্থীরা তাদের হোস্টেলের ঘরে আটকা পড়েছিলেন। কিরগিজ শিক্ষার্থীরা সেখানেও ঢুকে তাদের নির্যাতন করেছে। এছাড়াও, শত শত শিক্ষার্থী এখনও তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আটকা পড়ে রয়েছে এবং সরকারকে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন।
বালুচিস্তানের শিক্ষাবিদ সাজিদ হুসেন দাবি করেন, সরকার বিশকেকে আটকা পড়া বালুচিস্তানের অন্তত ৩০০ শিক্ষার্থীকে ফিরিয়ে আনতে কোনও পদক্ষেপ নেয়নি। যেখানে অন্যান্য প্রদেশের শিক্ষার্থীদের বিনামূল্যে ফেরত আনা হচ্ছে সেখানে বালুচিস্তানের প্রতি শিক্ষার্থীর জন্য ১লক্ষ রুপি জমা দিতে বলা হয়েছে। এই ঘটনায় প্রদেশের দায়িত্বশীলদের দ্রুত কাজ করার আহবান জানান তিনি।
Source: https://www.dawn.com/news/1834565/over-300-return-as-govt-downplays-kyrgyz-unrest