মঙ্গলবার তুরস্কের সংসদের সাধারণ সভায় ক্ষমতাসীন একে পার্টির আইনপ্রণেতাদের সাথে সংঘর্ষে জড়ান কুর্দিপন্থী ডিইএম পার্টির আইনপ্রণেতারা। দক্ষিণ-পূর্ব তুরস্কের হাক্কারি প্রদেশের ডিইএম পার্টির মেয়র মেহমেত সিদ্দিক আকিসকে গ্রেপ্তার ও তার বদলে রাজ্য গভর্নর নিয়োগের ঘটনায় এই সংঘর্ষ হয়।
এর আগে সোমবার, পুলিশ হাক্কারি প্রদেশের মেয়র মেহমেত সিদ্দিক আকিসকে গ্রেপ্তার করে। স্থানীয় নির্বাচনে জিতে ক্ষমতায় আসার মাত্র দুই মাস পরই আটক হন আকিস। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আকিস নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-পিকেকের জড়িত ছিলেন। বর্তমানে তার বদলে রাজ্য গভর্নরকে নিযুক্ত করা হয়েছে।
২০১৯ সালের পৌর নির্বাচনের পর, প্রায় সকল কুর্দি মেয়রকে পিকেকে’র সাথে সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার করেছে তুরস্ক। পরবর্তীতে রাজ্য গভর্নরদের তাদের স্থলাভিষিক্ত করা হয়। তবে পিকেকে’র সাথে কোনোধরনের সম্পর্ক থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করেছে ডিইএম পার্টি।
সংসদ চলাকালীন সময়ে আকিসের গ্রেপ্তারের প্রতিবাদে ডিইএম আইনপ্রণেতারা প্ল্যাকার্ড হাতে “ফ্যাসিজমের বিরুদ্ধে যুদ্ধ” স্লোগান দিতে থাকেন। এসময় তারা সংসদের বক্তব্য দেয়ার জায়গা দখল করে ফেলেন। অপরদিকে প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ানের একেপি আইনপ্রণেতারা পাল্টা স্লোগান দিয়ে ডিইএম আইনপ্রণেতাদের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন।
প্রকাশ পাওয়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, আইনপ্রণেতারা উচ্চস্বরে তর্ক করতে করতে একে অপরকে ধাক্কা দিচ্ছেন। এসময় নিজেদের মধ্যে আক্রমণাত্মক ঝগড়ায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ ঘটনার জেরে সংসদের সাধারণ সভা বন্ধ ঘোষণা করা হয়েছে।
আকিসের গ্রেপ্তারের তীব্র সমালোচনা জানিয়েছে তুরস্কের প্রধান বিরোধী রিপাবলিকান পিপলস পার্টিও। একেপির এই সিদ্ধান্তকে হাক্কারি প্রদেশের জনগণের প্রতি “অশ্রদ্ধা” বলে মন্তব্য করেছে দলটি।
৩১ মার্চের স্থানীয় নির্বাচনে, ডিইএম পার্টি তুরস্কের কুর্দি-অধ্যুষিত দক্ষিণ-পূর্বে ১০টি প্রদেশে জয়লাভ করেছে। ফলে নিজেদের অঞ্চলগুলোতে পুনরায় দলটির সমর্থন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Source: https://www.arabnews.com/node/2523826/middle-east