Monday, December 23, 2024
Home ভারত কেজরিওয়ালের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন

কেজরিওয়ালের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন

by Hocchetaki
0 comment
কেজরিওয়ালের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন

আবগারি (মদ) মামলায় অর্থ পাচারের অভিযোগে কেজরিওয়ালকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত ২১ মার্চ গ্রেফতার করে। সেই গ্রেফতার অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে কেজরিওয়াল মামলাও করেন। তবে তার আবেদনের পরিপ্রেক্ষিতে, নির্বাচনী প্রচারণার স্বার্থে সুপ্রিমকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আগামী ১ জুন ভারতের লোকসভা নির্বাচন শেষ হয়ে গেলে ২ জুন কেজরিওয়ালকে তিহার কারাগারে ফেরত যেতে হবে।

তবে অরবিন্দ কেজরিওয়াল আরও ৭ দিন জামিনে থাকতে চান বলে জানান। শারীরিক অসুস্থতাজনিত কারণে সুপ্রিম কোর্ট বরাবর এই আবেদন জানান তিনি।

সুপ্রিম কোর্টের ভ্যাকেশন বেঞ্চ জানিয়েছে তারা তাঁর আবেদনটি প্রধান বিচারপতির কাছে প্রেরণ করা হবে। তিনিই সিদ্ধান্ত নিবেন কবে এই বিষয়টি শুনানির জন্য় হাজির করা হবে।

আবেদনে তিনি বলেছেন, তার ওজন প্রায়৭ কেজি কমে গেছে, যার জন্য ডাক্তারের পরমার্শমতো কিছু স্বাস্থ্য পরীক্ষা করাতে চান তিনি। 

এর আগে ১০ মে, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপংকর দত্ত কেজরিওয়ালকে ভোট শেষ হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। রায়ে বলা হয়েছিল, এই সময়ের মধ্যে রাজনৈতিক প্রচার করলেও তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। সচিবালয়ে যেতে পারবেন না। কোনো ফাইলে সই করতে পারবেন না।

Source: https://www.ndtv.com/india-news/arvind-kejriwal-bail-delhi-liquor-policy-case-supreme-court-news-supreme-court-setback-for-arvind-kejriwals-plea-to-extend-bail-on-health-grounds-5762338#pfrom=home-ndtv_topscroll

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?