Monday, December 23, 2024
Home আরববিশ্ব গাজায় প্রথমবার ফিলিস্তিনিদের জন্য বিমান থেকে ত্রাণ ফেলল যুক্তরাষ্ট্র।

গাজায় প্রথমবার ফিলিস্তিনিদের জন্য বিমান থেকে ত্রাণ ফেলল যুক্তরাষ্ট্র।

by Mr.Rocky
0 comment
গাজায় প্রথমবার ফিলিস্তিনিদের জন্য বিমান থেকে ত্রাণ ফেলল যুক্তরাষ্ট্র

গাজার জন্য প্রথমবারের মতো তিনটি সামরিক বিমান থেকে ত্রাণ সহায়তার অন্তত ৩০ হাজার খাবারের প্যাকেট ফেলল যুক্তরাষ্ট্র।  গতকাল শনিবার এক বিবৃতিতে মার্কিন কমান্ড সেক্টর জানিয়েছে, জর্ডানের বিমান বাহিনীর সহায়তায় প্যারাসুটের মাধ্যমে খাবারের প্যাকেটগুলো ফেলা হয়। দুইদিন আগে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল নির্বিচার গুলি করে ১০৪ জনকে হত্যা করে। এরপরই আমেরিকা এই পদক্ষেপটি নেয়। 

খাবারের প্যাকেটগুলো ফেলার জন্য তিনটি সি-১৩০ পরিবহণ বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তবে সাহায্যগুলো ঠিক কোথায় ফেলা হয়েছে তা স্পষ্ট নয়। মোট ৬৬টি বড় বড় কাঠের বাক্সে করে অন্তত ৩৮ হাজার প্রয়োজনীয় খাবারের প্যাকেট ফেলা হয়েছে। 

শুক্রবার গাজা উপত্যকায় উড়োজাহাজ থেকে ত্রাণ ও অন্যান্য সরবরাহ ফেলার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘোষণার পরদিনই খাবারের প্যাকেট ফেলল মার্কিন সামরিক বাহিনী ।

ফ্রান্স ও জর্ডানসহ কয়েকটি দেশ এরইমধ্যে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলা শুরু করেছে। 

এছাড়াও দেশি-বিদেশি চাপের মুখে গাজার ভূমধ্যসাগরীয় উপকূলের ২১০ নটিক্যাল মাইল দূরের সাইপ্রাস থেকে সমুদ্রপথে জাহাজের মাধ্যমে ত্রাণ সহায়তার কথাও বিবেচনা করছেন মার্কিন কর্মকর্তারা।

কয়েক মাস ধরেই গাজায় আরও সাহায্যের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু তাদের সম্পূর্ণভ উপেক্ষা করে রাফাহ ক্রসিং দিয়ে ত্রাণ সরবরাহকারী ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে ইসরাইল।

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?