Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক গাজায় প্রবেশ করেছে ৩০০টির বেশি ত্রাণবাহী ট্রাক

গাজায় প্রবেশ করেছে ৩০০টির বেশি ত্রাণবাহী ট্রাক

by Mr.Rocky
0 comment
গাজায় প্রবেশ করেছে ৩০০টির বেশি ত্রাণবাহী ট্রাক

গাজায় ৩০০টিরও বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশের ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটিই একদিনে সর্বোচ্চ ট্রাক প্রবেশের পরিমাণ। ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যে ইসরায়েল সোমবার ৩২২ টি ত্রাণবাহী ট্রাককে ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেয়। কিন্তু জাতিসংঘ এখনো বলছে গাজাবাসীদের জন্য এটি পর্যাপ্ত নয়। লক্ষ লক্ষ শরণার্থী এখনো অনাহারে দিন কাটাচ্ছে। 

আল জাজিরার প্রতিবেদন অনুসারে দক্ষিণ রাফাহ ক্রসিং দিয়ে প্রবেশ করে কিছু ট্রাক। অন্যান্য ট্রাকগুলি প্রবেশ করে কারেম আবু সালেম ক্রসিং দিয়ে। অধিকাংশ কনভয়ে পানি, চিনি, আটা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস বোঝাই ছিল। তবে গাজার উত্তরাঞ্চলে কোনো ট্রাককে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থার মতে অঞ্চলটি দুর্ভিক্ষের সম্মুখীন হতে চলেছে।

অবরুদ্ধ গাজা অঞ্চলে এই ভয়াবহ পরিস্থিতিতে প্রতিদিন কমপক্ষে ৫০০ থেকে ৬০০ ট্রাক মানবিক সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে সেখানে ত্রাণ সরবরাহ পরিচালনাকারী সংগঠনগুলি।

অন্যদিকে ইসরায়েল কর্তৃক আরোপিত কঠোর নিষেধাজ্ঞার ফলে গাজায় প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫টি ট্রাককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ৭ অক্টোবর থেকে কোনো কোনো দিন মাত্র একশ থেকে দেড়শ ট্রাক ঢুকতে দেওয়া হয়েছে। 

আমেরিকান নিয়ার ইস্ট রিফিউজি এইড অর্গানাইজেশনের প্রধান শন ক্যারল বলেছেন, গাজায় প্রবেশ করার সময় এজেন্সিগুলো এখনও ইসরায়েল থেকে যথাযথ নিরাপত্তার নিশ্চয়তা পাচ্ছে না।

Source: https://www.aljazeera.com/news/2024/4/8/more-than-300-aid-trucks-enter-gaza-as-palestinians-battle-starvation 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?