ছয় মাসেরও বেশি সময় ধরে গাজায় এক নাগাড়ে ধ্বংসলীলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিজেদের আত্মরক্ষার অভিযানের নামে এখন পর্যন্ত হত্যা করেছে নিরীহ হাজারো ফিলিস্তিনিকে। এরইমধ্যে গত শনিবার ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের কর্মীরা গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের ভিতরে একটি গণকবর উন্মোচন করেছে। এখনো পর্যন্ত এখান থেকে প্রায় ১৮০ টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে কর্মিরা।
গত ৭ এপ্রিল ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণের এই শহর থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়। কয়েক মাসের নিরলস ইসরায়েলি বোমাবর্ষণ এবং ভারী লড়াইয়ের পর খান ইউনিসের বেশিরভাগ অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ রবিবার খান ইউনিস থেকে করা এক প্রতিবেদনে জানান, “হাসপাতালের আঙিনায় ইসরায়েলি সামরিক বাহিনীর তৈরি এই গণকবরে দাফন করা ১৮০টি মৃতদেহ উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা সদস্য এবং প্যারামেডিকরা। মৃতদেহগুলির মধ্যে বয়স্ক মহিলা, শিশু এবং যুবকরা রয়েছে।”
শনিবার এক বিবৃতিতে, ফিলিস্তিনি জরুরি পরিষেবা বিভাগ জানায় তাদের উদ্ধার কার্যক্রম চালানো দলগুলি আগামী দিনে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রাখবে। কারণ এখনও পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক শহীদদের মৃতদেহ ভেতরে রয়ে গেছে।
এই সপ্তাহের শুরুতেই প্রায় দুই সপ্তাহের অবরোধের পর আল-শিফা হাসপাতালে একটি গণকবর আবিষ্কৃত হয়েছিল। গাজা অঞ্চলের আল-শিফা-তে পাওয়া কয়েকটি গণকবরের মধ্যে এটি একটি।