গাজায় দ্রুত যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভোট অনুষ্ঠিত হবে আজ। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নেইট ইভান্স জানিয়েছেন নিরাপত্তা পরিষদের ১৫টি দেশের সাথে অনেক আলোচনার পরে প্রস্তাবটি উপস্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব পাশ হলে ইসরায়েলের উপর গাজায় ত্রাণ বিতরণ কার্যে সহায়তা ও ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার দেয়ার বৈশ্বিক চাপ আরো বৃদ্ধি পাবে।
নতুন গাজা প্রস্তাবে ইসরায়েলের প্রতি আরো কঠোর অবস্থানে দেখা যাচ্ছে ওয়াশিংটনকে। যদিও পাঁচ মাস ধরে চলে এই যুদ্ধে নিরাপত্তা পরিষদের পূর্বের যুদ্ধবিরতি প্রস্তাবগুলোতে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। রয়টার্সের বরাতে জানা গেছে এবারের প্রস্তাবে ৬সপ্তাহের তাৎক্ষণিক ও টেকসয় যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছে ওয়াশিংটন। বেসামরিক নাগরিকদের রক্ষা করা ও মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা প্রদানে সমর্থ হবে নতুন প্রস্তাবটি।
এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ তে পুনরায় অর্থ সহায়তা প্রদান করবে ফিনল্যান্ড। শুক্রবার দেশটির বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী ভিল্লে তাভিও জানান, “সংস্থাটি বর্তমানে তাদের ঝুঁকি ব্যবস্থাপনা আরো উন্নত করেছে। ফলে অসদাচরণের প্রতি সঠিক নজরদারি নিশ্চিত হয়েছে। আমরা আশা করছি আমাদের সাহায্য সংস্থাটিকে এই পদক্ষেপ পরিচালনায় আরো বেশি বেগবান করবে।”
Source: www.reuters.com