ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গাজা যুদ্ধবিরতির জন্য মিসরের প্রস্তাব মেনে নিলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে পতনের হুমকি দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’- এ এক বার্তায় নেতানিয়াহুকে উদ্দেশ্য করে স্মোট্রিচ বলেছেন, “আপনি যদি সাদা পতাকা উড়িয়ে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেন এবং হামাসকে সম্পূর্ণরুপে ধ্বংস করার রাফাহ অভিযান বাতিল করেন, তাহলে আপনি যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন তার কোনো অস্তিত্ব থাকবে না।” তিনি মিশরের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণকে “অপমানজনক আত্মসমর্পণ” বলে অভিহিত করেছেন।
গাজায় একটি প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে মিশরীয় গোয়েন্দা প্রতিনিধিদল শুক্রবার ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে। নতুন প্রস্তাবে মানবিক ভিত্তিতে জিম্মিদের প্রাথমিক মুক্তির পর গাজায় “টেকসই শান্তি পুনরুদ্ধার” নিয়ে আলোচনা করার জন্য ইচ্ছা রয়েছে ইসরায়েলের। নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওস নিউজকে এমনটাই জানিয়েছেন।
শুক্রবার হামাসও নিশ্চিত করেছে তারা একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে এবং শীঘ্রই সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাবে তারা। ফিলিস্তিনি গোষ্ঠীটি তেল আবিবের সাথে জিম্মি চুক্তির বিনিময়ে গাজায় ইসরায়েলের নৃশংস আক্রমণ বন্ধের দাবি জানিয়ে আসছে।
২০২২ সালের নভেম্বরের নির্বাচনে স্মোট্রিচ এবং অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির অন্য একটি উগ্র-ডানপন্থী দলের সাথে জোট করে ইসরায়েলের পার্লামেন্টে ১৪ টি আসনে জয় লাভ করেছিলেন।