অসুস্থতার কারণ দেখিয়ে গণহারে ছুটি নেওয়ার ঘটনায় ৩০ কর্মীকে বরখাস্ত করেছে ভারতের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বাকিদের কাজে ফিরতে স্থানীয় সময় বিকেল চারটা পর্যন্ত সময় বেধে দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশ মানা না হলে আরও কর্মী চাকরি হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টাটা গ্রুপের মালিকানায় থাকে ভারতের পতাকাবাহী বিমান পরিবহণ সংস্থাটি আজ (৯ মে) ৭৬ টি ফ্লাইট বাতিল করেছে। এয়ার ইন্ডিয়ার জন্য এটি একটি বড় আর্থিক ধাক্কা বলে মনে করা হচ্ছে যেহেতু এটির পরিবহণ খরচ তুলনামূলক কম।
কর্মী সংকটে বৃহস্পতিবার ৭৬টি ফ্লাইট বাতিল করা হয়। এর আগে শেষ মুহুর্তে প্রায় ৩শ সিনিয়র কেবিন ক্রু অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় বুধবার অন্তত ৮৬টি ফ্লাইট বাতিল হয়।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ক্রুরা অভিযোগ করেছেন, টাটা গ্রুপের সঙ্গে একীভূতকরণের পর থেকেই বৈষম্যের শিকার হচ্ছেন তারা। বর্তমানে এআইএক্স কানেক্ট নামের আরেক উড্ডয়ন সংস্থার সঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একীভূতকরণ প্রক্রিয়া চলছে। এর বিরোধীতা করে আন্দোলন করছেন কর্মীরা।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সংকট টাটা গ্রুপের জন্য নতুন সমস্যা কারণ পূর্ণ-পরিষেবা ক্যারিয়ার ভিস্তারার পাইলটরা গতমাসে কাজের সময়সূচী এবং তাদের বেতন প্যাকেজ পরিবর্তনসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রতিবাদ করেছিল।