ইউরোপ ডেস্ক।।
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তিন দিন ধরে চলবে এই ভোটগ্রহণ। এর আগে এক ভাষণে পুতিন বলেছেন আমি আপনাদের ভোট দিতে এবং আমাদের প্রিয় রাশিয়ার ভবিষ্যতের জন্য দেশপ্রেমিক ও নাগরিক কর্তব্য পালনের আহ্বান জানাই। আজকের নির্বাচনে অংশ নেওয়ার মানে আপনার দেশপ্রেমিক অনুভূতি প্রদর্শন করা।
রাশিয়ার দূর গ্রামের ভোট কেন্দ্রগুলোতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে প্রেসিডেন্ট পুতিন তিনজন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছেন। স্থানীয় সময় সকাল ৮টায় পর্যায়ক্রমে সারাদেশে ভোট কেন্দ্র খোলা হয়। আগামীকাল রোববার পর্যন্ত তিন দিন ধরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে পুতিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েজন প্রার্থী। তারা হচ্ছেন- ডানপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান লিওনিড , কমিউনিস্ট প্রার্থী নিকোলে খারিতোনভ এবং নিউ পিপল পার্টির প্রতিনিধিত্বকারী দাভানকভ।
তবে ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের বিরোধিতা করার কারণে জনপ্রিয় দুই রুশ প্রার্থীকে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দেওয়া হয়নি। তারা হলেন- বরিস নাদেজদিন এবং ইয়েকাতেরিনা দান্তসোভা।
পুতিনই আবারো ছয় বছর মেয়াদের জন্যে ক্ষমতায় ফিরবেন বলে অনেকটাই নিশ্চিত। এই শতাব্দীর শুরু থেকেই তিনি রাশিয়া শাসন করে আসছেন।
আরও পড়ুন: ৫২৩ টি পক্ষে ভোট নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আইন অনুমোদন